নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
করোনার দ্বিতীয় ঢেউয়ের মাঝেই আতঙ্ক বাড়াচ্ছে “ডেল্টা প্লাস” ভ্যারিয়্যান্ট। ইতিমধ্যেই ভারতে এই প্রজাতি প্রাণ কেড়েছে দুজনের। মধ্যপ্রদেশের পর মহারাষ্ট্রতে ডেল্টা প্লাসে মৃত্যু হল ৪০ বছরের এক ব্যক্তির।
উল্লেখ্য, দেশে “ডেল্টা প্লাস” -এ আক্রান্তের সংখ্যা ৪০ থেকে বেড়ে হয়েছে ৪৮। দেশে মোট ১১টি রাজ্যে থাবা বসিয়েছে করোনার এই নয়া স্ট্রেন। সংক্রমন ছড়াচ্ছে দ্রুত গতিতে, আর নিয়ে বাড়ছে উদ্বেগ।
As of today, there are 48 cases of Delta Plus across the country: Dr SK Singh, National Centre for Disease Control (NCDC) Director #COVID19 pic.twitter.com/2DKkvqJjQE
— ANI (@ANI) June 25, 2021
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, ডেল্টা প্লাস বা বি.১.৬১৭.২ ভ্যারিয়্যান্টটি সবথেকে বেশি প্রভাব ফেলেছে মহারাষ্ট্রে। মহারাষ্ট্রে সংক্রমিত হয়েছেন ২০ জন। এছাড়া মধ্যপ্রদেশে ৭ জন, কেরালায় ৩ জন, তামিলনাড়ুতে ৯ জন, পাঞ্জাব ও গুজরাটে ২ জন, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, রাজস্থান এবং জম্মুতে ১ জন।
আরও পড়ুনঃ কার্শিয়াঙে একটানা বৃষ্টিতে ধস জাতীয় সড়কে, বন্ধ শিলিগুড়ি দার্জিলিং যান চলাচল
ইতিমধ্যেই “ডেল্টা প্লাস” ভ্যারিয়্যান্ট নিয়ে সতর্ক করেছেন চিকিৎসক বিশেষজ্ঞরা। তার ওপর এই প্রজাতির দ্রুত সংক্রমণের হার ত্বরান্বিত করছে করোনার তৃতীয় ঢেউয়ের প্রভাবশালীতা।
প্রসঙ্গত ভারত ছাড়াও আমেরিকা, ব্রিটেন, পর্তুগাল, সুইৎজারল্যান্ড, জাপান, পোল্যান্ড, নেপাল, চিন ও রাশিয়াতেও মিলেছে এই ডেল্টা প্লাসের হদিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584