সারমেয়দের খাবারে বিষ মেশানোর অভিযোগে চাঞ্চল্য রায়গঞ্জের উদয়পুর এলাকা

0
102

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

খাবারের সাথে বিষ মিশিয়ে পথ কুকুরদের খাইয়ে দেওয়ার অভিযোগ উঠল রায়গঞ্জে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জের উদয়পুর এলাকায়৷ মৃত ও অসুস্থ অবস্থায় দুটি কুকুরের দেহ পাওয়া গিয়েছে বলে স্থানীয় সূত্রে খবর৷ এলাকার আরও বেশ কয়েকটি কুকুরের কোনও খোঁজ নেই বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

dog died | newsfront.co
সারমেয় মৃত্যুতে উত্তপ্ত এলাকা। নিজস্ব চিত্র

জানা গিয়েছে, উদয়পুর এলাকায় বুধবার সকালে একটি কুকুরের মৃতদেহ দেখতে পাওয়া নিয়ে চাঞ্চল্য ছড়ায়৷ স্থানীয় বাসিন্দাদের নজরে ঘটনাটি আসতেই পশুপ্রেমী স্বেচ্ছাসেবী সংস্থা পিএফএ-কে খবর দেওয়া হয়৷
সংস্থার অন্যতম সদস্য গৌতম তান্তিয়া সহ অন্যান্য এসে পৌঁছান।

আরও পড়ুনঃ লকডাউনে গ্রামে বোল্ডার বোঝাই ট্রাক আটকে বিক্ষোভ গ্রামবাসীদের

অসুস্থ কুকুরদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন তাঁরা। গৌতম বাবু বলেন, ‘একটি মৃত অবস্থায় ও একটি কুকুরকে অসুস্থ অবস্থায় আমরা উদ্ধার করি৷ আরও বেশ কয়েকটি কুকুরের খোঁজ মিলছে না। মৃতদেহটি পশু হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আর অসুস্থ কুকুরদের চিকিৎসা করা হচ্ছে’।

তবে গৌতম বাবুর অভিযোগ, কেউ বা কারা খাবারের সাথে বিষ মিশিয়ে দিয়েছিল বলে সন্দেহ করা হচ্ছে৷ সেখান থেকেই বিষক্রিয়ার জেরে মৃত্যুর ঘটনা ঘটে থাকতে পারে, ময়নাতদন্তের পরে আসল ঘটনা জানা যাবে।
এই ঘটনার সাথে যে বা যারা যুক্ত তাদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ গ্রহণ করার দাবি জানিয়েছেন তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here