মেদিনীপুরে পুলিশ সুপারের অফিস ঘেরাও কর্মসূচি বিজেপির

0
32

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের উপর হামলার ঘটনার প্রতিবাদে সোমবার পূর্ব মেদিনীপুর জেলা এসপি অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাল গেরুয়া শিবির।

নিজস্ব চিত্র

এ দিন দুপুর ৩টা নাগাদ তমলুকের মাণিকতলায় জেলা পুলিশ সুপারের অফিস ঘেরাও করে বিজেপি নেতা-কর্মীরা।প্রথমে বিজেপি কর্মীরা মাণিকতলা মোড় থেকে মিছিল করে রাজ্য সড়ক ধরে এসপি অফিসের দিকে আসার চেষ্টা করে।

অভিযোগ, এসপি অফিসের ১০০ মিটার দূরে পুলিশ ব্যারিকেড করে দেয়।তারপর বিজেপির নেতা-কর্মীরা ঠিক সেইখানে, রাজ্য সড়কের উপরে বসে পড়ে।রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে।কিছুক্ষণ পরে পুলিশ তাদের সরে যেতে বলে।

কিন্তু বিজেপি নেতা-কর্মীরা না সরলে,পুলিশের সঙ্গে তাঁদের (বিজেপির) ধ্বস্তাধস্তি হয় বলে অভিযোগ।এরপরে পুলিশ পরিস্থিতি আয়ত্তে আনতে তাদের উপর লাঠি চার্জ করে বলে বিজেপির অভিযোগ। বিজেপির জেলা সভাপতি নাবারুণ নায়কের অভিযোগ,হলদিয়ার এসডিপিও তন্ময় মুখ্যার্জী নেতৃত্বে পুলিশ বিজেপি নেতা-কর্মীদের উপর লাঠিচার্জ করে।বিজেপির শান্তিপূর্ণ মিছিলকে পুলিশ অশান্ত করে তোলে।

আরও পড়ুনঃ বিজেপির বিক্ষোভ ঘিরে পুলিশের সাথে ধস্তাধস্তি ইসলামপুরে

এরই প্রতিবাদে আমরা সারা জেলা জুড়ে কালো ব্যাজ পরে মিছিল করবো।আগামী দিনে আমরা মানুষকে নিয়ে বৃহত্তর আন্দোলনে নামব।পাশাপাশি দিকে দিকে রাজ্যের শাসকদল তথা তৃণমূল কংগ্রেসের বর্বরোচিত আক্রমণ,পুলিশের জুলুমবাজি এবং মিথ্যে মামলায় বিজেপি নেতা-কর্মীদের ফাঁসানো অভিযোগে সরব হয়ে তমলুক সাংগঠনিক জেলা বিজেপি এই কর্মসূচি নিয়েছে।

পরপর দলের দুই প্রথম সারির হেভিওয়েট নেতা তথা সাংসদ ও এক বিধায়কের উপর হামলার ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুললেন তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি নবারুণ নায়ক।

তিনি বলেন, “প্রথমে দলের রাজ্য সভাপতি ও সাংসদ দিলীপ ঘোষ, বনগাঁর বিধায়ক বিশ্বজিৎ দাসের উপর আক্রমণ।তারপর রবিবার সাংসদ অর্জুন সিং’য়ের উপর।ব্যারাকপুর-সহ সারা রাজ্য জুড়ে তৃণমূলী সন্ত্রাস শুরু হয়েছে।” তিনি আরও বলেন, “রাজ্যে আজ সাংসদের নিরাপত্তা নেই।

তাহলে সাধারণ মানুষের নিরাপত্তার চিত্রটা সহজেই মানুষ বুঝতে পারছে বলে জানান বিজেপির জেলা সভাপতি।” তারপরেই নবারুণ নায়ক অভিযোগ করেন, লোকসভা ভোটে হারের পরেই তৃণমূল এলাকা দখলের রাজনীতিতে নেমেছে।

পুলিশও পিছন থেকে তৃণমূলের এলাকা দখলের রাজনীতিকে সমর্থন করছে বলে অভিযোগ নবারুণ নায়কের।অর্জুন সিংয়ের উপর হামলার ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত বলে মনে করেন নবারুণ নায়ক।

এ দিন বিজেপির বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি জাগরণ অধিকারী, সহ-সভাপতি মানস রায় ও সাধারণ সম্পাদক নীলাঞ্জন অধিকারী ও পুলক কান্তি গুড়িয়া, বিজেপির জেলা পর্যবেক্ষক সমীরণ সাহা, তমলুক শহর বিজেপি সভাপতি মধুসূদন প্রামাণিক প্রমুখ।

পাশাপাশি এ দিন কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির উদ্যোগে কাঁথি শহরের মেছেদা বাইপাস থেকে বিজেপি কর্মী-সমর্থকেরা বিশাল মিছিল করে চৌরঙ্গী মোড় হয়ে অতিরিক্ত পুলিশ সুপারের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাল।বিজেপি সূত্রের খবর, রাজ্য সভাপতি ও সাংসদ দিলীপ ঘোষ, বনগাঁর বিধায়ক বিশ্বজিৎ দাস এবং ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং’য়ের উপর তৃণমূলী দুস্কৃতী ও পুলিশ বর্বরোচিত আক্রমণ চালায়।

এই হামলায় সাংসদ অর্জুন সিং গুরুতরভাবে আহত হয়।বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।সেইসঙ্গে জেলার কাঁথি, খেজুরি, পটাশপুর, ভগবানপুর, রামনগর, ভূপতিনগর-সহ কয়েকটি থানার পুলিশ বিজেপির নেতা-কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানোর প্রতিবাদে জেলার অতিরিক্ত পুলিশ সুপারের অফিস ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এ দিন তমলুক ও কাঁথিতে পুলিশ সুপারের অফিসের সামনে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী, কমব্যাট ফোর্স, র‍্যাফ জেলা পুলিশের তরফে মোতায়েন করা হয়েছে।সেইসঙ্গে জলকামানও রাখা হয়।

নেতৃত্বে ছিলেন কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি অনুপ চক্রবর্তী, জেলা সম্পাদক নবীন প্রধান, সাধারণ সম্পাদক সুদাম পন্ডিত,লোকসভা প্রমূখ তাপস দোলাই,জেলা যুব মোর্চার সভাপতি অরুপ দাশ, জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি মুক্তারুণ বিবি, জেলা আইটি মিডিয়া ইনচার্জ শিবু ঘটপাত্র, প্রাক্তন সভাপতি তপন মাইতি প্রমুখ।কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি অনুপ চক্রবর্তী বলেন, “শুধু সন্দেশখালি নয়।

যে ভাবে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিধায়ক বিশ্বজিৎ দাস ও সাংসদ অর্জুন সিং’য়ের উপর আক্রমণ করা হল, তারই প্রতিবাদে এই অবস্থান বিক্ষোভ।

আজ যদি বিজেপির রাজ্য সভাপতির উপর হামলা হয়, তা হলে বিজেপির সাধারণ কর্মীদের নিরাপত্তা কোথায়?পুলিশ-প্রশাসন পুরোপুরিভাবে দলদাসে পরিণত হয়েছে।” তবে জেলা পুলিশ সুপার ভি সোলেমান নেসাকুমার জানান, পুলিশের তরফে কোন লাঠিচার্জ করা হয়নি।এটা সম্পূর্ণ মিথ্যা কথা।সবই শান্তিপূর্ণ ভাবে হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here