মনিরুল হক, কোচবিহারঃ
সবজির গাড়িতে লুকিয়ে পাচার করার সময় ৮৩ কেজি গাঁজা আটক করল পুলিশ। আজ মাথাভাঙা থানার নিশিগঞ্জ এলাকা থেকে ওই গাঁজা আটক করা হয়। ঘটনায় জড়িত সন্দেহে গাড়ির চালক সহ দুজনকে আটক করেছে পুলিশ।

মাথাভাঙা থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই দুই ব্যক্তির নাম বাবলু দাস ও চন্দন দাস। এদের বাড়ি বালুরঘাটে। নিশিগঞ্জ সংলগ্ন চান্দামারি এলাকা থেকে একটি পিকাপভ্যানে সবজি বোঝাই করে মাঝে গাঁজার প্যাকেট লুকিয়ে পাচার করা হচ্ছিল। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালিয়ে ওই গাঁজা উদ্ধার করে।
আরও পড়ুনঃ পিএসসির ফলাফলে রাজ্যের তফশিলি জাতি- উপজাতিদের বঞ্চিত করার অভিযোগ
এর আগেও নিশিগঞ্জ এলাকা থেকে একাধিকবার গাঁজা উদ্ধার হওয়ার ঘটনা ঘটেছে। এর আগে নিশিগঞ্জ লাগোয়া বিভিন্ন এলাকায় পুলিশ হানা দিয়ে বিঘার পর বিঘা গাঁজা গাছ নষ্ট করে দেয়। তারপরেও এত গাঁজা কী করে পাচার হচ্ছে, তা নিয়ে পুলিশ প্রশাসনের মধ্যেই উদ্বেগ তৈরি হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584