নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
গোপন সূত্রে খবর পেয়ে মালদহের বৈষ্ণবনগর থানার পুলিশ প্রচুর পরিমাণে ব্রাউন সুগার উদ্ধার করলো। আটক করা হয়েছে ব্রাউন সুগার পাচারকারীকে। তাদের মধ্যে এক মহিলাও রয়েছেন। জানা গিয়েছে, একটি স্কুটিতে করে ব্রাউন সুগার নিয়ে পাচার করার সময় বৈষ্ণবনগর থানার পুলিশ ১৮ মাইল টোলপ্লাজা এলাকা থেকে আটক করে তাদের। নাকা চেকিং করার সময় পুলিশের হাতে ধরা পড়ে ব্রাউন সুগার সহ পাচারকারী।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দুজনেই মালদহের কালিয়াচক থানার দালালমোর এলাকার বাসিন্দা। ধৃতদের কাছ থেকে পুলিশ উদ্ধার করেছে ১ কেজি ১০০ গ্রাম ব্রাউন সুগার। তার আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকার মত। একটি স্কুটি সমেত ধৃতদের পাকড়াও করে পুলিশ। পাচারের উদ্দেশ্যে ব্রাউন সুগার ফরাক্কার দিকে নিয়ে যাচ্ছিল বলে প্রাথমিক অনুমান পুলিশের।
আরও পড়ুনঃ বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন, পলাতক অভিযুক্তদের খোঁজে পুলিশ
তবে টোলপ্লাজার কাছে নাকা চেকিং চলার সময় এই স্কুটি আটকায় পুলিশ। তল্লাশিতে বেরিয়ে আসে ব্রাউন সুগার। তারপরে গ্রেফতার করা হয় স্কুটি সহ মহিলা ও পুরুষ পাচারকারীকে। বৃহস্পতিবার ধৃত দুইজনকেই পুলিশি হেফাজত চেয়ে জেলা আদালতে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে বৈষ্ণবনগর থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584