তিনদিন পর বিজিবির হাত থেকে রেহাই পেল দুই ভারতীয় কৃষক

0
59

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

ভারতীয় সীমানায় ঢুকে দুই কৃষককে তুলে নিয়ে যায় বাংলাদেশ বর্ডার গার্ড। ঘটনাটি ঘটে জলঙ্গি থানার বামনাবাদ সীমান্তে। পুলিশ সূত্রে জানা গিয়েছে তুলে নিয়ে যাওয়া কৃষকদের নাম নয়ন সেখ ও সহিদুল সেখ। বামনাবাদ এলাকাতেই তাদের বাড়ি।

nayan sekh | newsfront.co
নয়ন সেখ। নিজস্ব চিত্র

স্থানীয়রা জানায় দুই কৃষক বিএসএফের ৩ নম্বর ওপি দিয়ে মাঠে গিয়েছিল। বিস্তর চর সবটাই ভারতীয় এলাকা। সীমান্তের পদ্মা নদী পেরিয়ে এসে ওই কৃষকদের নিয়ে গিয়েছিল বলে খবর। কারণ বিজিবি’র জওয়ানরা অবৈধভাবে ভারতীয় সীমানায় ঢুকে পড়তেই ওই কৃষকেরা প্রতিবাদ করেছিল। তাদের ফিরিয়ে আনার জন্যে বিএসএফ ও বিজিবির মধ্যে পতাকা বৈঠক চলে।

farmer | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ জিরো পয়েন্ট পার করে ২ ভারতীয় কৃষককে তুলে নিয়ে গেল বিজিবি

তাদের পরিবারের কথায়, দুজনেই চাষের কাজে গিয়েছিল তারপর বিজিবিরা তাদের তুলে নিয়ে যায়। তারা বাড়ি না ফিরলে কিভাবে চলবে সংসার তা নিয়ে সংশয় ছিল পরিজনদের। যদিও ৩ দিন পর শুক্রবার বিজিবির সাথে ভারতীয় সেনার ফ্ল্যাগ বৈঠকের পর দুপুর নাগাদ দুই কৃষককে ছাড়েন বিজিবি। তাদের বামনাবাদ ক্যাম্পে নিয়ে আসা হয়। পরিবারের লোকেরা তাদের আনতে যান ক্যাম্পে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here