ভারত সেরা ‘কৃষি কর্মন’ পুরস্কার পেলেন বাংলার দুই চাষী

0
67

তপন চক্রবর্তী, উত্তর দিনাজপুর:

গৌরবঙ্গ তথা পশ্চিমবঙ্গের দুই কৃষককে ভুট্টা চাষে দেশের সেরা ‘কৃষি কর্মন’ পুরস্কারে ভূষিত করতে চলেছে ভারত সরকারের কৃষি মন্ত্রক। দুজনের মধ্যে একজন মালদার হালিমা বিবি, অন্যজন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের কৃষক বিকাশ বর্মন।

farmer | newsfront.co
নিজস্ব চিত্র

কৃষি বিভাগ সূত্রে জানা গিয়েছে, প্ৰতি বছর ভারত সরকার কৃষি উন্নয়নের স্বার্থে প্ৰতি রাজ্যের শ্রেষ্ঠ কৃষককে এই “কৃষি কর্মন” পুরস্কার দিয়ে থাকে। গত ২০১৭-১৮ সালে ভুট্টা উৎপাদনে পশ্চিমবঙ্গ দেশের সেরার সন্মান পায়। সেই সুবাদে কেন্দ্রীয় কৃষি মন্ত্রক রাজ্যের দুই শ্রেষ্ঠ ভুট্টা চাষীকে নির্বাচিত করেছেন বলে জানান কালিয়াগঞ্জ ব্লকের কৃষি অধিকর্তা গোপাল ঘোষ।

আরও পড়ুনঃ আসাম এনআরসি’র কো-অর্ডিনেটরকে বদলির নির্দেশ সুপ্রিম কোর্টের

এই বৃহস্পতিবার তিনি বলেন, সবচেয়ে আনন্দের ব্যাপার ভারতের শ্রেষ্ঠ কৃষকের কৃষি সন্মান ‘কৃষি কর্মন’ পাচ্ছেন দুই জেলার দুই কৃষক। এটি শুধু আনন্দেরই নয় অত্যন্ত গর্বের ব্যাপার। পুরস্কার দেবার দিনক্ষণ এখন না জানা গেলেও তাঁরা যে দেশের সেরা কৃষকের সন্মান পাবার জন্য নির্বাচিত হয়েছেন তা জানানো হয়েছে।

গোপাল ঘোষ বলেন, দুই কৃষককে সেরা সম্মান গ্রহণ করার জন্য সরকারের তরফে দিল্লিতে পাঠানো হবে। এই খবরে খুশি হয়েছে উত্তর দিনাজপুর জেলার কৃষি দফতরও।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here