টিফিনের টাকা জমিয়ে করোনা মোকাবিলার ত্রাণ তহবিলে দান দুই ছাত্রীর

0
57

সুদীপ পাল, পূর্ব বর্ধমানঃ

টিফিনের টাকা জমিয়ে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করল দুই পড়ুয়া। আউসগ্রাম ১ ব্লক প্রশাসনের হাতে টাকা তুলে দেয় গুসকরা শহরের বাসিন্দা সুকন্যা দত্ত এবং দিতি মন্ডল।

contribution | newsfront.co
তহবিলে দান ছাত্রীর। নিজস্ব চিত্র

সুকন্যা এবার গুসকরা বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক দিয়েছে। দিতি গুসকরা বালিকা বিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্রী। সুকন্যা তিন হাজার টাকা এবং দিতি এক হাজার টাকা দান করেন।

আরও পড়ুনঃ লকডাউনে চুঁচুড়ার ভবঘুরেদের অন্ন দেবে উজ্জ্বল সংঘ

তাঁরা বলেন, ‘এই অসময়ে মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিতে পেরে ভালো লাগছে। আমাদের সামর্থ্য অনুযায়ী আমরাও শামিল হলাম।’ এর পাশাপাশি ভাতারের পালার গ্রামের একটি ক্লাব এদিন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে বারো হাজারের বেশি টাকা দিয়েছে। তবে ছাত্রীদের এই উদ্যোগকে কুর্নিশ জানাচ্ছেন গুসকরার বাসিন্দা স্বরূপ লাহা।

তিনি বলেন, ‘দুই ছাত্রী যেভাবে এগিয়ে এসে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দান করেছে বিষয়টি অভূতপূর্ব।’ এমনকি অন্যদেরও প্রেরণা যোগাবে বলে তাঁর মত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here