মনিরুল হক, কোচবিহারঃ
লোকসভা ভোটের ফল প্রকাশের পর কোচবিহারের তৃণমূল কংগ্রেসের দখলে থাকা অর্ধেকেরও বেশি অঞ্চলই দখল করে নিয়েছিল বিজেপি। কিন্তু এখন সেই অঞ্চল গুলি আবার পুনর্দখল শুরু করছে তৃণমূল কংগ্রেস।
গত পঞ্চায়েত নির্বাচনে জেলার ১২৮টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে একটি মাত্র গ্রাম পঞ্চায়েত দখল করেছিল বিজেপি। আর দুটি ছিল বামেদের দখলে। ভোটের সময়কালে মাথাভাঙ্গা ঘোকসারডাঙা গ্রাম পঞ্চায়েতটি দখলে ছিল বিজেপির।
লোকসভা নির্বাচনে কোচবিহার শহর গোটা উত্তরবঙ্গে ভরা ডুবি হয় তৃণমূলের। এর পরেই কোচবিহার জেলার একের পর এক গ্রাম পঞ্চায়েতের সদস্যরা দল ছুট হয়ে বিজেপিতে যোগ দেয় এবং পতাকা হাতে তুলে নেয়। এর ফলে বেশির ভাগ গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা চলে যায় বিজেপির হাতে। কিন্তু কয়েক মাস কাটতে না কাটতে এই দলছুটরা ফের পুরনো দলে ফিরতে শুরু করে ফলে বেশ কিছু গ্রাম পঞ্চায়েত পুনর্দখল করে তৃণমূল। সোমবার মাথাভাঙ্গার বড় শোলমারি ও ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েত পুনর্দখল করে তৃণমূল। এই পুনর্দখলের প্রক্রিয়ায় নেতৃত্ব দেন কোচবিহার জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি তথা রাজ্যের মন্ত্ৰী বিনয় কৃষ্ণ বর্মন।
এর আগে মাথাভাঙ্গা ২নং ব্লকের রুইডাঙ্গা গ্রাম পঞ্চায়েত, উনিশবিশা গ্রাম পঞ্চায়েত ও নিশিগঞ্জ ১নং ও ২নং গ্রাম পঞ্চায়েত পুনর্দখল করে তৃণমূল কংগ্রেস। এবারে রাজ্যের তিনটি উপনির্বাচনের তৃণমূলের জয়ের পর বিজেপি বড় রকমের ধাক্কা খায় এবং মনবল বৃদ্ধি পায় তৃণমূল কর্মীদের। এই উপনির্বাচনে জয়ের পর নতুন করে ২টি গ্রাম পঞ্চায়েত বড় শৌলমারি ও ফুলবাড়ী গ্রাম পঞ্চায়েত পুনর্দখল করলো তৃণমূল কংগ্রেস।
এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি তথা রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মণ জানান, সব অঞ্চলেই আমরা জয়ী ছিলাম কিন্তু লোকসভা ভোটের পর বিজেপির গুন্ডা বাহিনী গাড়ি, বাড়ি ভাঙচুর ও ভয় দেখিয়ে আমাদের পঞ্চায়েত সদস্যদের তাদের দলে যোগদান করান। অথচ দীর্ঘ কয়েক মাসে তাদের একটিও কাজ করতে দেওয়া হয়নি বলে তারা পুনরায় এখন আমাদের ডাকে সাড়া দিয়ে আবারো একসাথে দলবদ্ধ হয়ে কাজ করতে এগিয়ে এসেছে। আজ বড় শৌলমারি গ্রাম পঞ্চায়েতের ১০ জন পঞ্চায়েত সদস্য ও ফুলবাড়ী গ্রাম পঞ্চায়েতের ১১ জন সদস্য যোগ দান করেছে এবং বাকিরাও চলে আসবে। ফলে ওই দুই গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে এল বলে দাবি করেন বিনয় করেন বিনয় বাবু।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584