নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
ঘরের ভেতর থেকে দম্পতির এক ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য এলাকায়। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা থানার কালিতলা এলাকায়। জানা যায়, রিন্টু ও লতা তাদের বিয়ের এখনও এক বছর কাটেনি। তবে যথেষ্ট শান্তিতেই তাঁদের সাংসারিক জীবন কাটছিল বলে স্থানীয় সূত্রে খবর।
তবে বুধবার সকালে রিন্টু ও লতা দুজনে মিলে লতার বাপের বাড়ি যান তাঁরা। সেখানে গিয়ে কাকা পার্থ মন্ডলের সাথে কোন রকম কথা বলেনি বলে জানান তিনি। এরপর সেখানে থেকে আবারও নিজের বাড়িতে চলে আসে ওই দম্পতি। আর ফিরে আসার পরেই নিজের বাড়িতে আত্মঘাতী হওয়ার খবর পান বলে জানান পার্থ বাবু।
আরও পড়ুনঃ মাদারিহাট থানা সংলগ্ন মন্দির থেকে লক্ষাধিক টাকার গহনা নিয়ে চম্পট দুষ্কৃতী
ঘটনার কথা জানাজানি হতেই স্থানীয়রা খবর দেয় পুলিশে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে বেলডাঙ্গা থানার পুলিশ এসে দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। পাশাপাশি বাড়িতে কেউ না থাকার সুযোগেই এই আত্মহত্যা বলে জানায় স্থানীয়রা। এর পাশাপাশি পারিবারিক অশান্তির কারণে আত্মহত্যা বলে অনুমান পুলিশের। তবে সাত সকালের এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584