নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
সংক্রমণের ভয়ে কোয়ারেন্টাইন সেণ্টারে কাজে যাননি দুই স্বাস্থ্য কর্মী। সারা রাত কোন স্বাস্থ্যকর্মী ছাড়াই পড়েছিল গোটা কোয়ারেন্টাইন সেন্টার। তার জেরেই চাকরি খোয়ালেন আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের দুই বহুমুখী পুরুষ স্বাস্থ্যকর্মী। আলিপুরদুয়ার জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, প্রবীর কুমার সরকার ও দেবাশিস বর্মন নামে এই দুজন স্বাস্থ্যকর্মী হিসেবে কালচিনি ব্লক স্বাস্থ্য দফতরে নিযুক্ত ছিলেন । সম্প্রতি এই ব্লকের মেন্দাবাড়িতে কালচিনি মডেল হিন্দি হাই স্কুলে কোয়ারেন্টাইন সেণ্টার তৈরি করা হয় ।
ওই কেন্দ্রটিতে মোট ১৮ জন কোরোনা সন্দেহভাজন রোগী কোয়ারেন্টাইনে আছেন। তাই স্বাস্থ্য দফতর ৩ এপ্রিল থেকে ব্লকের কিছু স্বাস্থ্য কর্মীকে কেন্দ্রটির দায়িত্ব দেয় । শুক্রবার দায়িত্ব দেওয়ার পর থেকেই দুই স্ব্যাস্থকর্মী কোয়ারেন্টাইন সেণ্টারে যাননি বলে অভিযোগ। পরে স্বাস্থ্য দফতর তাদের শো’কজ করে। তবে এই শো’কজের পরেও কোনও উত্তর লিখিত ভাবে, না মেলায় স্বাস্থ্য দফতর ওই স্বাস্থ্য কর্মীদেরকে চাকরি থেকে টার্মিনেট করার সিদ্ধান্ত নেয়।
আরও পড়ুনঃ উজ্জ্বলা গ্যাসের জন্য গ্রাহকদের লম্বা লাইনের বিপরীত ছবি এলাকায়
যদিও এই বিষয়ে আলিপুরদুয়ার উপ মূখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুবর্ণ গোস্বামী জানান, “দেশের এমন বিপর্যয়ের মুহুর্তে দুই স্বাস্থ্য কর্মী তাদের কর্তব্যে অবহেলার পাশাপাশি উপর মহলের নির্দেশ মানেননি। এমনকি স্বাস্থ্য দফতরকে না জানিয়েই তারা রাতে কোয়ারেন্টাইন সেন্টারে যাননি। তাই স্বাস্থ্য দফতর ওই দুই কর্মীকে বরখাস্ত করে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584