হাতির হানায় ক্ষতিগ্রস্ত দুটি বাড়ি, আতঙ্কিত এলাকাবাসী

0
30

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ

শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের ঘোষপুকুরের ইটাভাটা এলাকায় হাতির হানায় ভাঙচুর দুটি বাড়ি। এই ঘটনায় ব্যাপক আতঙ্ক গোটা এলাকায়।

two houses damaged by elephants
নিজস্ব চিত্র

জানা গিয়েছে যে মঙ্গলবার গভীর রাতে একটি হাতি দুটি বাড়িতে হানা দেয়। এরপর ওই দুটি বাড়িতে থাকা চাল আটা খেয়ে ভাঙচুর করেন বাড়িদুটি। এই দেখে ওই বাড়ির লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। এরপর কোন মতে বাড়ি থেকে বের হয়ে যান এবং সারা রাত হাতিটি তান্ডব চালায়। এরপর সকালবেলা জঙ্গলে ঢুকে যায়।

two houses damaged by elephants
ক্ষতিগ্রস্ত বাড়ি। নিজস্ব চিত্র

এই বিষয়ে পঙ্গল তামাং বলেন যে আমরা এখনও অনেক আতঙ্কে আছি এবং প্রতিবছর এই সময়ে হাতি এলে হাতি তাড়ানোর জন্য বনকর্মীরা থাকে। কিন্তু এই বার কেউ আসেনি। অপর আরেক জন বিন লামা বলেন যে এখনও পর্যন্ত বনদফতর থেকে কেউ দেখতে পর্যন্ত আসেনি শুধু মাত্র গ্রাম পঞ্চায়েতের সদস্য এসে দেখে গেছেন এবং তিনি আশ্বাস দিয়েছেন যে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here