সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ
ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ভস্মীভূত হল দুটি বাড়ি। আজ শুক্রবার সকাল সাড়ে নয়টা নাগাদ হঠাৎ করে আগুন লেগে যায় একটি পাটকাঠির পালায়। তারপর আগুন ছড়িয়ে পড়ে পাশের বাড়িতে তার ফলে দুটি বাড়ি আগুনে ভস্মীভূত হয়ে যায়। ঘটনাটি ঘটেছে ডোমকল পৌরসভার ৩ নং ওয়ার্ডের নুদ্দিনগর গ্রামের বাবলু সেখের বাড়িতে।
বাড়ির মালিক বাবলু সেখ জানান, বাড়ি ছিলাম না ইসলামপুর থেকে বাড়ি ফিরতেই দেখি আগুনে দাউদাউ করে জ্বলছে বাড়ি। গ্রামবাসীরা আগুন দেখে দমকল খবর দেওয়ার সঙ্গে সঙ্গে আগুন নেভানোর চেষ্টা করছেন। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও ততক্ষনে সব শেষ। পরিবারের দাবি, প্রায় পাঁচ লক্ষের বেশি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সরকারি সাহায্যের আবেদন জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার। খবর পেয়ে ঘটনাস্থানে ডোমকল থানার পুলিশ গিয়ে আগুন লাগার কারণ তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে।
অন্যদিকে, জলঙ্গী থানার ফরিদপুর অঞ্চলের পাকুড় দিয়ার ভেরিপাড়া গ্রামে দুপুর বারোটা নাগাদ রান্নার উনুনের আগুন থেকে একটি বাড়ি পুড়ে ছাই হয়ে যায় বলে পুলিশ সূত্রে জানা যায়।আগুনে ভস্মীভূত বাড়ির মালিক সেতাব সেখ জানান, শুক্রবার দুপুরে সকলে জুম্মার নামাজ পড়তে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম সেই সময় হঠাৎ করে রান্নার উনুনের আগুন রান্না ঘরের পাঠকাটির বেড়ায় ধরে যায়। তার পরে সেই আগুন দ্রুত ছাদের উপর থাকা পাটকাঠির পালায় লেগে যায়। নামাজের সময় বলে অনেক মানুষ আগুন নেভানোর কাজে হাত লাগালে দীর্ঘক্ষণ প্রচেষ্টায় বড়ো ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন তারা বলে জানিয়েছেন তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584