সুদীপ পাল,বর্ধমানঃ
মা দুর্গা কৈলাশে ফিরে গেছেন।উমার সাথে অন্য সন্তান সন্ততিরা ফিরে গেলেও ফেরেন নি দেবী লক্ষ্মী।আজ কোজাগরী লক্ষ্মী পুজো,তাতেই মেতেছে বাঙালী। এই পুজো নিয়ে রয়েছে প্রাচীনত্ব আর ইতিহাস।পূর্ব বর্ধমানের মেমারির লাহা বাড়িতে প্রায় ২০০ বছরের প্রাচীন লক্ষ্মী পুজো সাড়ম্বর অনুষ্ঠিত হচ্ছে।দেবী শুধু একা নন।এখানে দেবীর সাথে তাঁর সখি জয়া এবং বিজয়া পুজিতা হচ্ছেন।
জানা যায় দেবীর স্বপ্নাদেশ পেয়ে এই পুজো শুরু করেছিলেন এই বংশের সদস্য মাখনলাল লাহা।প্রথমেই মূর্তি এনে পুজো করা হয়নি,কারণ সে সামর্থ্য মাখনলালের ছিল না।পরে পারিবারিক আর্থিক উন্নতি ঘটলে দেবীর প্রতিমায় পুজো শুরু হয়।যে ধারা মাখনলাল শুরু করে গিয়েছিলেন ২০০ বছরের গণ্ডি অতিক্রম করে তা আজও প্রবহমানর।গ্রামের মানুষ স্বতস্ফূর্তভাবে এই পুজোয় অংশগ্রহণ করেন।
আরও পড়ুনঃ মিষ্টির বৈচিত্রে এগিয়ে বাংলা
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584