নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
ঘন কুয়াশার জেরে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানার অন্তর্গত কান্দি- সাঁইথিয়া রাজ্য সড়কের উপর হরিমাটি গ্রাম সংলগ্ন এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে ঘন কুয়াশা থাকার সময় বালি বোঝাই একটি ডাম্পার সাঁইথিয়া থেকে বহরমপুরের দিকে রওনা দিয়েছিল, সেই সময়ই কান্দি সাঁইথিয়া রাজ্য সড়কের উপর হরিমাটি গ্রাম সংলগ্ন এলাকায় ডাম্পারটি রাস্তার ধারে নয়নজুলিতে পাল্টি খায় ৷
ফলে ডাম্পারটির নীচে সম্পূর্ণ বন্দী হয়ে পড়ে গাড়ির ড্রাইভার ও খালাসী ৷ পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় প্রায় দুই ঘন্টা ধরে চালানো হয় উদ্ধার কাজ ৷ গাড়ির ভিতর থেকে কোন রকমে ড্রাইভার এবং খালাসীকে উদ্ধার করে তাঁদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷
আরও পড়ুনঃ আদিবাসী সংগঠনের রেল অবরোধ
তবে এখনও পর্যন্ত ঘটনায় কারোও মৃত্যুর খবর পাওয়া যায়নি ৷ তবে দুই জনের অবস্থাই আশঙ্কাজনক ৷ রাজ্য সড়কের উপর বড়সড় দুর্ঘটনার কারণে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ অবস্থায় থাকে কান্দি- সাঁইথিয়া রাজ্য সড়ক ৷ পরে বড়োয়া থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় ৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584