শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
রাতের শহরে আচমকাই ভাঙচুর এবং তাণ্ডব চলল নাকতলা উদয়ন সংঘ ক্লাবে। যে ক্লাব আবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত। দুষ্কৃতীদের হামলায় জখম হয়েছেন দু’জন। তারা হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় নাকতলা উদয়ন সংঘ ক্লাবের সামনে বাইক নিয়ে রেস করছিল কয়েকজন যুবক। এক ক্লাব সদস্যকে বাইকে ধাক্কা মারে। তিনি প্রতিবাদ করলে দুপক্ষের বাকবিতণ্ডা হয়। অভিযোগ, সেই সময় ওই যুবকরা হুমকি দিয়ে চলে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আচমকাই ২০-২৫ জন দুষ্কৃতী হাতে বাঁশ ইট ইত্যাদি নিয়ে বাইকে চড়ে নাকতলা উদয়ন সংঘ ক্লাবের সামনে পৌঁছোয়। ক্লাবের একতলার ২টি ঘরে তারা ব্যাপক ভাঙচুর শুরু করে।
আরও পড়ুনঃ বাইক চেকিংয়ের নামে হয়রানির অভিযোগ, শিলিগুড়ি মহকুমার মুরালিগঞ্জে পুলিশের সঙ্গে স্থানীয়দের ধস্তাধস্তি
তাদের বাধা দিতে গিয়ে আহত হন ঘটনাস্থলে উপস্থিত ক্লাব সদস্যরা। স্থানীয়দের কাছে কিছু ছবি পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে নেতাজি নগর থানার পুলিশ। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন রয়েছে বিশাল পুলিশবাহিনী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584