সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ
১১৭ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। কুলপি থানার ১১৭ নম্বর জাতীয় সড়কের কলবাড়িতে পথ দুর্ঘটনায় আহত হয়েছেন দু’জন।
সূত্রের খবর, অ্যাম্বুলেন্স ও বাইকের মুখোমুখি সংঘর্ষে এই ঘটনা ঘটে। ডায়মন্ড হারবার থেকে রোগী ভর্তি একটি অ্যাম্বুলেন্স এর সাথে কাকদ্বীপ গামী একটি বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে।
ঘটনার জেরে আহত হয় দু’জন বাইক আরোহী। এর মধ্যে বাইক চালক গুরুতর জখম হয়। পিছনে থাকা আরোহীর মাথায়, বুকে ও পায়ে চোট লেগেছে।
গুরুতর অবস্থায় তাঁদের ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার জেরে উত্তেজিত জনতা আহতদের উদ্ধার করে। পরে অ্যাম্বুলেন্স থেকে অ্যাম্বুলেন্স চালককে আটক করে বেধড়প মারধর করা হয়।
আরও পড়ুনঃ পথ দুর্ঘটনায় মৃত বেপরোয়া বাইক আরোহী
এরপর খবর দেওয়া হয় কুলপি থানার পুলিশকে। পুলিশ এসে অ্যাম্বুলেন্স চালককে আটক করে। স্থানীয়দের অভিযোগ বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সের ধাক্কা মারে এবং অ্যাম্বুলেন্সের চালক মদ্যপ অবস্থায় থাকায় এই দুর্ঘটনায় শিকার হয়। ঘটনার জেরে কিছুক্ষণ জাতীয় সড়ক অবরুদ্ধ ছিল। ঘটনার তদন্ত শুরু করেছে কুলপি থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584