ভর্তি হওয়া রোগীর করোনা কসবায় সিল নার্সিংহোম, আলিপুর আদালতেও ২ বিচারকের সংক্রমণ

0
56

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

হৃদযন্ত্রের সমস্যা নিয়ে চিকিৎসাধীন এক প্রৌঢ়ের শরীরে শুক্রবার রাতে আচমকাই মিলল করোনাভাইরাসের সন্ধান। আর তার জেরেই কসবার ওই নার্সিংহোমটি আপাতত বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দফতর। অন্যদিকে, শুক্রবার রাতে করোনা রিপোর্ট পজিটিভ আসে আলিপুর আদালতের দুই বিচারকের। বিষয়টি জানিয়ে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মানসকুমার পাল এই অবস্থায় নিম্ন আদালতের কাজ কী ভাবে চালানো হবে তা পরামর্শ চেয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে।

Corona outbreak | newsfront.co
প্রতীকী চিত্র

প্রসঙ্গত, কসবার ওই নার্সিংহোমে আক্রান্ত প্রৌঢ়ের বেশ কিছু দিন ধরে হৃদযন্ত্রের সমস্যার চিকিৎসা চলছিল। আচমকাই করোনা উপসর্গ দেখা দেওয়ায় তাঁর করোনা টেস্ট করা হয়। রিপোর্ট পজিটিভ আসার পর নার্সিংহোমে পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ। ওই নার্সিংহোমের আশপাশ ঘিরে জীবাণুমুক্ত করার কাজ চলছে। সেখানকার চিকিৎসক, স্বাস্থ্যকর্মী থেকে নার্সদের হোম কোয়রান্টাইনে থাকতে বলা হয়েছে।

আরও পড়ুনঃ নবান্নে কেন্দ্রীয় প্রতিনিধি দলকে আমফানে ১ লক্ষ ২ হাজার কোটি টাকার ক্ষতির হিসেব পেশ রাজ্যের

অন্যদিকে, এমনিতেই লকডাউনে নিম্ন আদালতের স্বাভাবিক কাজকর্ম হচ্ছে না। এর মধ্যে দুই বিচারক আক্রান্ত হওয়ার পরে আইনজীবী ও কর্মীদের একাংশের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। আইনজীবীদের অনেকে মনে করছেন, আদালতের স্বাভাবিক কাজকর্ম শুরুর আগে সুরক্ষাবিধির বিষয়টি ভেবে দেখা প্রয়োজন। এদিকে আনলক ওয়ানে স্বাভাবিকের পথে যাচ্ছিল কলকাতা হাইকোর্ট।

একটি বিজ্ঞপ্তি জারি করে কলকাতা হাইকোর্টের অফিসার ও কর্মীদের কাজে যোগ দেওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছিল। এবার আগামী ১১ জুন থেকে পরীক্ষামূলকভাবে কলকাতা হাই কোর্ট চালুর কথা ঘোষণা করেন হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেল রায় চট্টোপাধ্যায়। এই পরিস্থিতি ফের তাদের আশঙ্কার মধ্যে ফেলে দিয়েছে।

প্রসঙ্গত, শুক্রবারই ওই দুই বিচারক নমুনা পরীক্ষার রিপোর্ট হাতে আসে। তারপরই করোনা সংক্রমণ পজিটিভ হওয়ার কথা জানা যায়। ওই দুই বিচারকের সংস্পর্শে আসা প্রত্যেককেই কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। দুই বিচারকের করোনা আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পরার পর থেকে আতঙ্কিত আলিপুর আদালতের প্রায় সকল বিচারক। এই অবস্থায় হাইকোর্টের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে তাঁরা প্রায় সকলেই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here