স্নান করতে গিয়ে নদীতে তলিয়ে গেল লালগোলা ব্লকের দুই শিশু

0
116

তৌসিফ ইকবাল, মুর্শিদাবাদঃ

আজ লালগোলা ব্লকের কুচিডাঙা কদমতলা গ্রামে স্নান করতে গিয়ে নদীতে তলিয়ে যায় বছর দশেকের দুই বাচ্চা সাগর সেখ ও সুইট সেখ। সুইট সেখের বাড়ি লালগোলা থানার বলরামপুর গ্রামে সে তার নানির বাড়ি বেড়াতে এসেছিলো আজ সকাল ৯ টার দিকে কদমতলার সাগর সেখের সাথে মাঠে যায় সুইট সেখ।

kid drowned in river water
নিজস্ব চিত্র

তারপর ১০ টা নাগাদ তাদের সঙ্গে থাকা অন্যান্য শিশুরা গ্রামে এসে খবর দেয় যে, স্নান করতে গিয়ে সাগর সেখ ও সুইট সেখ নদীর জলে তলিয়ে গিয়েছে। খবর শুনে ঐ এলাকার শিক্ষক তথা জেলা পরিষদের মেম্বার মোঃ হজরত আলী লালগোলা থানার যোগাযোগ করেন এবং সাথে সাথেই ডুবুরি কে খবর দেওয়া হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here