মোহনা বিশ্বাস, হুগলীঃ
ট্রেন থেকে মোবাইল ছিনতাই। চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া হয়েছিল যাত্রীকে। সোমবার দুপুরের ঘটনা। ঘটনাটি ঘটেছিল উত্তর ২৪ পরগনার গরিফা স্টেশনের কাছে।
রেলপুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ওইদিন আপ বালিয়া এক্সপ্রেসের একটি অসংরক্ষিত কামরায় আসানসোলের বার্ণপুর যাচ্ছিল সৌরভ মাজি নামে এক যাত্রী।
তিনি পেশায় ইলেক্ট্রিক মিস্ত্রি। এদিন ট্রেনে ভিড় থাকায় দরজার কাছে দাঁড়ান তিনি। ট্রেনটি গরিফা স্টেশনের কাছে এলেই তার হাতে থাকা মোবাইল ফোনটি ছিনতাই করে পালায় দুই দুষ্কৃতী।
আরও পড়ুনঃ ফাঁসিদেওয়ায় বৃদ্ধর দেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য
ছিনতাই করে চম্পট দেওয়ার সময় ওই যাত্রীকে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয় দুষ্কৃতীরা। ওই জখম যাত্রীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। এরপর মোবাইল ছিনতাইকারীকে ধরতে তল্লাশী চালায় পুলিশ।
অবশেষে এই ঘটনার একদিন পর অর্থাৎ বুধবার রাতে মোবাইলটি উদ্ধার করে ব্যান্ডেল জি আর পি। গ্রেফতার দুই দুষ্কৃতী। নৈহাটি এলাকার কুখ্যাত ছিনতাইবাজ আখতার আলী এবং রবীন্দ্র কুমার দাস। দুজনকেই আজ চুঁচুড়া আদালতে পেশ করা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584