নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
মালদহে নতুন করে আরও দু’জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে। আক্রান্তরা গাজোল ও হবিবপুর ব্লকের বাসিন্দা বলে জানা গিয়েছে। শনিবার গভীররাতে মালদহ মেডিকেলের রিপোর্টে এ বিষয়টি জানা গিয়েছে। এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪১।
গাজোলে মহারাষ্ট্র ফেরত এক পরিযায়ী শ্রমিকের লালার রিপোর্টে করোনা পজিটিভ এসেছে। স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে তাকে পুরাতন মালদহের কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের নাম পরিচয় প্রশাসন জানায়নি। এদিকে, করোনা আক্রান্তের খবর পেতেই তীব্র আতঙ্ক ছড়িয়েছে গাজোলের বৈরগাছি-২ নম্বর অঞ্চলের একলাখি স্টেশন সংলগ্ন এলাকায়। ঘটনা জানার পর টহল দিচ্ছে গাজোল থানার পুলিশ।
আরও পড়ুনঃ তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত পশ্চিম মেদিনীপুরের পিংলা
স্বাভাবিকভাবেই ওই এলাকাকে কনটেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করেছে ব্লক প্রশাসন। তবে ভিন রাজ্য থেকে যারা কয়েকদিনের মধ্যে গাজোলে এসেছেন তাদের অনেকেরই লালার নমুনা সংগ্রহ করা হয়নি। আবার যাদের লালা সংগ্রহ করা হয়েছে তাদের রিপোর্ট এখনও এসে পৌঁছায়নি। এই প্রক্রিয়া সম্পূর্ণ হলে আরও করোনা আক্রান্তের সন্ধান পাওয়া যেতে পারে আশঙ্কাতে রয়েছেন গাজোলের বাসিন্দারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584