নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
করোনার প্রকোপে ত্রস্ত দেশবাসী। সংক্রমিত ও মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। করোনা মোকাবিলায় দেশজুড়ে জারি হয়েছিল লকডাউন। এরপর ভারতের দুর্বল হয়ে পড়া অর্থনীতিকে চাঙ্গা করতে বেশকিছু বিধিনিয়ম শিথিল করে কেন্দ্র। শুরু হয় আনলক পর্ব। কিন্তু আনলক পর্বেও চালু হয়নি রেল পরিষেবা।
তবে অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহের জন্য কয়েকটি ট্রেন চালু করা হয়েছিল। এবার দেশের বিভিন্ন প্রান্তে আরও বেশি পরিমাণে অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহের লক্ষ্যে অতিরিক্ত দুটি মালবাহী চালাবে পূর্ব রেল। ট্রেন দুটি চলবে হাওড়া থেকে জামালপুর এবং কলকাতা স্টেশন থেকে গোরক্ষপুর।
আরও পড়ুনঃ ডাক্তারিতে নতুন আট স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্স এনেছে কেন্দ্র
উল্লেখ্য, করোনা আবহের সঙ্কটময় মুহূর্তে খাদ্যশস্য, ফল-সবজি সহ পচনশীল দ্রব্য, ওষুধ, স্বাস্থ্য সামগ্রীর জোগান ঠিক রাখতে পণ্যবাহী ট্রেন চালিয়ে যাচ্ছে পূর্ব রেল। এর মধ্যে উল্লেখযোগ্য, হাওড়া-গুয়াহাটি, শিয়ালদহ-গুয়াহাটি, হাওড়া-অমৃতসর প্রমুখ।
আরও পড়ুনঃ অনলাইন শিক্ষায় বঞ্চিত ২৭ শতাংশ পড়ুয়াঃ কেন্দ্রীয় সমীক্ষা
এবার ২৪ অগাস্ট থেকে নয়া দুটি পণ্যবাহী ট্রেন পরিষেবা চালু করছে। কলকাতা স্টেশন থেকে প্রতি সোমবার ও গোরক্ষপুর থেকে প্রতি বুধবার ওই মালবাহী ট্রেন ছাড়বে। অন্যদিকে, হাওড়া থেকে প্রতি শনিবার ও জামালপুর থেকে প্রতি রবিবার অপর ট্রেনটি ছাড়বে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584