নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
শিল্পীকে কি কখনও বেঁধে রাখা যায়? ঢেঁকি যেমন স্বর্গে গেলেও ধান ভাঙে, তেমনি শিল্পী পরিস্থিতির দাস হয়ে গৃহবন্দি হয়েও তাঁর শিল্পকর্ম চালান এবং তা পৌঁছে দেন সকলের কাছে। এর জন্য অবশ্য প্রযুক্তিকে আমাদের কুর্নিশ জানাতেই হয়।

পাশাপাশি শিল্পীকে কখনও কর্মহীন হয়ে বসে থাকতে দেখা যায় না। সে কিছু না কিছু করবেই। তা সে গুণমানের নিরিখে কম হোক বা বেশি। এমনই এক শিল্পীমনের মানুষ পরিচালক সুব্রত শর্মা। বিভিন্ন সময়ে তিনি মেগা সিরিয়াল, শর্ট ফিল্ম, মিউজিক ভিডিও পৌঁছে দিয়েছেন সকলের কাছে।
এই লকডাউনের সময়েও তিনি বাড়িতে বসে বানালেন দুটি অসাধারণ মিউজিক ভিডিও। এবং দুটিই ভিন্নধর্মী।
একটিতে বাংলা টেলিভিশন এবং অন্যান্য জগতের মানুষেরা গেয়েছেন ‘আমরা করব জয়’ গানটির বাংলা, হিন্দি এবং ইংরেজি ভার্সন। সবটাই তাঁরা গেয়েছেন মোবাইলের ভিডিও মোডে।
আরেকটিকে ‘যব হ্যারি মেট সেজল’ ছবিতে রিতু আগারওলের কণ্ঠে লিপ দিয়ে এক্সপ্রেশন করে দেখিয়েছেন গুড়িয়া নামের এক তন্বী। সবটাই সম্ভব হয়েছে মোবাইলের মাধ্যমে৷ বিষয়দুটিকে দক্ষ হাতের ছোঁয়ায় উপস্থাপন করেছেন সুব্রত শর্মা।
আরও পড়ুনঃ এভাবেও রিয়ালিটি হয়!

ভিডিওদুটির মধ্যে খুব বেশি নতুনত্ব খুঁজে পাওয়া না গেলেও এই কঠিন পরিস্থিতিতে কিছুক্ষণের জন্য চোখদুটিকে একটু অন্য ধরনের দৃশ্যসুখ দেবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584