মনিরুল হক, কোচবিহারঃ
পথ দুর্ঘটনার কবলে পড়লেন সঙ্গীত শিল্পী দীপায়ন সরকার ও তাঁর স্ত্রী অন্তরজিতা সরকার। শনিবার রাতে চিন্ময় মিউজিক্যাল গ্রুপের আয়োজিত কালী পূজা উপলক্ষে সংগীত সন্ধ্যায় তাঁদের আসার আমন্ত্রণ জানানো হয়েছিল। ওই দিন রাতে কোচবিহার শহরের চালতাতলায় একটি সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। তাতে যোগ দিতে যাচ্ছিলেন দীপায়ন সরকার এবং তাঁর দল। ছিলেন তাঁর স্ত্রী-ও।
শিলিগুড়ি থেকে একটি গাড়িতে চেপে রওনা হয়েছিলেন তাঁরা। রাত সাড়ে দশটা নাগাদ পুন্ডিবাড়ি থানার পাতলাখাওয়া এলাকায় পৌঁছন শিল্পী এবং তাঁর দলের লোকজন। সেই সময় অন্য একটি যাত্রীবাহী গাড়ি ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন। আচমকাই দু’টি গাড়ির মুখোমুখি ধাক্কা লাগে। তাতেই শিল্পীর গাড়ি নিয়ন্ত্রণ হারায়। বেসামাল হয়ে গাড়িটি উলটে যায়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, দুটি গাড়িই দ্রুত গতিতে ছুটছিল। একে অপরের সামনে চলে আসায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আর তাতেই শিল্পী দীপায়ন সরকারের গাড়িটি একেবারে উল্টে যায়। তাতে গাড়ির ভিতরে থাকা যাত্রীরা গুরুতর চোট পান।
এই দুর্ঘটনার পর রাতে বেশ কিছুক্ষণ রাস্তায় পড়েছিলেন জখম শিল্পী দীপায়ন সরকার, তাঁর স্ত্রী এবং দলের অন্যান্যরা। পরে স্থানীয়রাই তাঁদের উদ্ধার করেন। তড়িঘড়ি কোচবিহারের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় দুর্ঘটনায় জখমদের। আহতদের সবার অবস্থাই অত্যন্ত আশঙ্কাজনক। এই ঘটনার পর থেকে উদ্বিগ্ন দীপায়নের অনুরাগীরা। শিল্পীর সুস্থতা কামনায় প্রার্থনা শুরু করেছেন তাঁরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584