বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ

শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি মহকুমার ভারত নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি এলাকায় অভিযান চালায় বনদপ্তরের স্পেশাল টাস্কফোর্স। সেখান থেকে চিতাবাঘের চামড়া সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করে তারা। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের নাম মুকুন্দ পোখরেল(২৬) ও জ্ঞ্যানু প্রধান(৩০)। ধৃত দুজনই নেপালের বাসিন্দা। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে উদ্ধার হওয়া চামড়াটি এক পূর্ণবয়স্ক চিতাবাঘের এবং গুলি করে মারা হয়েছিল চিতাবাঘটিকে। নেপাল থেকে বাংলাদেশে পাচারের উদ্দেশ্য নিয়ে আসা হয়েছিল চামড়াটি। আরও জানা গিয়েছে যে এর আগেও চিতাবাঘের চামড়া বা বন্যপ্রাণীর দেহাংশ বিদেশে পাচারের সঙ্গে যুক্ত ধৃত দুজন। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তদন্ত করে দেখছে বনদপ্তরের স্পেশাল টাস্ক ফোর্স। ধৃত দুজনকে এদিন শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়।

আরও পড়ুন: কাঁকসার বাস স্টপেজ গুলোতে নেই শৌচালয়, আতান্তরে যাত্রীরা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584