নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
মাল বোঝাই লরির সাথে প্রাইভেট গাড়ির সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু হয় দু’ জনের, আহত আরও দুইজন। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার অন্তর্গত দীঘা এগরা রাজ্য সড়কে। মৃত ব্যক্তিদের নাম সন্দীপ পারি(৩০) এবং সঞ্জয় সোম(৩২)।
জানা গেছে, কলকাতার আর্মড ফোর্সের ফোর্থ ব্যাটেলিয়ানের কর্মরত ছিলেন সন্দীপ। পুলিশ সূত্রে জানা যায় সোমবার রাতে পূর্ব মেদিনীপুর জেলার এগরার জুমকি বাসস্ট্যান্ডের কাছে দাঁড়িয়ে থাকা সিমেন্টবোঝাই লরির পিছনে সজোরে ধাক্কা মারে, আর এই ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু হয় দুজনের, আহত হয় আরো দুইজন।
আরও পড়ুনঃ জেলা জুড়ে পথ দুর্ঘটনার প্রকোপ হ্রাসে তৎপর পুলিশ
আরও জানা যায় খড়গপুর থেকে দীঘা যাওয়ার পথেই এ দুর্ঘটনাটি ঘটে,এরপর স্থানীয়দের প্রচেষ্টায় আহতদের এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়, যার মধ্যে একজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতায় স্থানান্তরিত করা হয়।
ঘটনাস্থলে ছুটে যায় এগরার নেগুয়া বিট হাউসের পুলিশ, এই দুর্ঘটনার ফলে বেশ কিছুক্ষণ সড়ক অবরুদ্ধ হয়ে পরে। এরপর পুলিশি হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584