সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ
গঙ্গাসাগর তীর্থ যাত্রীদের বাস ও অটোর সংঘর্ষে মৃত্যু হল দু’জনের। ঘটনায় গুরুতর জখম হয়েছে চার জন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার ডায়মন্ড হারবার থানা এলাকার ১১৭ নম্বর জাতীয় সড়ক দেবীপুর মোড়ে।

অভিযোগ এ দিন ভোর পাঁচটার সময় ডায়মন্ড হারবার থেকে অটোটি নুরপুরের দিকে যাচ্ছিল। অটোতে যাত্রী সংখ্যা ছিল ছয়। দেবীপুরের কাছে গঙ্গাসাগরের তীর্থযাত্রী বাসটি সজোরে ধাক্কা মারে।

ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। এর মধ্যে একজনের পরিচয় এখনও জানা যায়নি। আর একজন মগরাহাট থানার কামরামানুরস এলাকার দিলীপ গায়েন। বাবা ভোদালাল গায়েন।
আরও পড়ুনঃ বাগদাদের গ্রিনজোনে হামলা ইরানের, পরপর দুটি রকেটের বিষ্ফোরণ
স্থানীয়রা ছুটে এসে বাকিদের উদ্ধার করে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে নিয়ে যায়। আহতরা গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি। আহতদের মধ্যে একজন মগরাহাট থানার চুনিলাল নষ্করের পুত্র সমীর নষ্কর। ঘটনায় মোহনপুর পাম্পের দুই মহিলা কর্মীও গুরুতর জখম হয়েছে।
তারা যথাক্রমে ডায়মন্ড হারবার থানার মৃণ্ময়ী হালদার ও মালবিকা হালদার। জানা গেছে, মৃণ্ময়ী হালদারের স্বামী মলয় হালদার এবং মালবিকা হালদারের স্বামী তাপস হালদার—সকলেই ডায়মন্ড হারবার থানার বাসিন্দা।
বর্তমানে পুলিশি তত্ত্বাবধানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। রাস্তা পরিস্কার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584