নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ
বাঁকুড়া মেডিকেলের লোকপুরের ফিভার ক্লিনিকে জ্বর, শ্বাসকষ্ট উপসর্গ নিয়ে ভর্তি থাকা দুই রোগীর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। জানা যায় মৃতদের মধ্যে একজন ১৮ বছরের তরতাজা যুবকও রয়েছে।
এই যুবককে পুরুলিয়ার সাঁতুড়ি থেকে বাঁকুড়া মেডিকেলের ফিভার ক্লিনিকে রবিবার সকাল আটটা নাগাদ ভর্তি করা হয়। তবে ভর্তির আধ ঘন্টার মধ্যেই প্রচন্ড শ্বাসকষ্ট দেখা দেয় তার এবং এই অল্প সময়ের মধ্যেই মৃত্যুর মুখে ঢলে পড়ে এই আদিবাসী যুবক।
আরও পড়ুনঃ এশিয়ান হাইওয়েতে পণ্যের পরিবর্তে উদ্ধার পরিযায়ী শ্রমিক, চাঞ্চল্য ফালাকাটায়
অন্যদিকে বাঁকুড়া জেলার বাসিন্দা ৫৪ বছরের আর এক আদিবাসী প্রৌঢ়েরও মৃত্যু হল হাসপাতালে ভর্তির ২৪ ঘন্টার মধ্যে। ইনি শনিবার জ্বর নিয়ে বিকেলে ফিবার ক্লিনিকে ভর্তি হন। যদিও এই রোগীর লালারসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য মেদিনীপুর হাসপাতালের ল্যাবে পাঠানোর তোড়জোড় শুরু হলেও, তার আগেই মারা গেলেন ইনি।
দুটি মৃত রোগীর ক্ষেত্রেই করোনার উপসর্গের মিল রয়েছে বলে হাসপাতাল সূত্রের খবর। যদিও এদের নমুনা পরীক্ষার ফল যেহেতু নেই। তাই এরা করোনা আক্রান্ত এটা নিশ্চিত ভাবে বলা যাবে না,এবং করোনার জন্যই এদের মৃত্যু হয়েছে তাও নিশ্চিত নয় চিকিৎসকরা। তাই অন্য কারনেও মৃত্যু হতে পারে এটাও উড়িয়ে দেওয়া যাবে না। ফলে মৃত্যুর কারণ নিয়ে এখনও ধোঁয়াশা থেকেই গেল তা বলাই বাহুল্য।
তবে সতর্কতা মূলক ব্যবস্থা হিসেবে এই মৃতদেহ সৎকারের আগে কি পন্থা নেওয়া হবে। আদৌ করোনা রোগীর মৃতদেহ সৎকারের জন্য হু’য়ের দেওয়া গাইড লাইন মানা হবে কিনা, তা জানতে স্বাস্থ্য ভবনের পরামর্শ চাওয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
স্বাস্থ্য ভবনের নির্দেশ এলে সেই মতো ব্যবস্থা করবে হাসপাতাল কর্তৃপক্ষ।পাশাপাশি, হাসপাতাল জীবাণুমুক্ত করাও হবে। এবং মৃতদের যারা নিবিড় সংস্পর্শে এসেছেন ও তাদের পরিবারের লোকজনদের সতর্কতা মূলক ব্যবস্থা হিসেবে আপাতত কোয়ারেন্টাইনে রাখা হবে বলে জানা গেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584