নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনাঃ
দুর্ঘটনায় পিছনের দুই পা, কোমরে চোট পেয়ে যন্ত্রনায় কাতরাচ্ছিল কুকুরটি। তা দেখে লকডাউনকে উপেক্ষা করে বাইকে চেপে কুকুরটিকে নিয়ে পশু চিকিৎসালয়ে যান স্থানীয় দুই যুবক। দেখভাল করে কুকুরটিকে কিছুটা সুস্থও করে তোলে তারা।দত্তপুকুর থানার বামনগাছির পশ্চিম মুড়ালি এলাকার ঘটনা।
এ দিন স্থানীয় ২ যুবক রনি ভট্টাচার্য্য এবং সন্তু বসাক জানান, ‘কুকুরটিকে ব্যাথায় কাতরাতে দেখে বিভিন্ন গাড়ি চালককে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করি। কিন্তু লকডাউনের জন্য কেউই রাজি হয়নি। পরে আমরা কুকুরটিকে মোটর সাইকেলে করে বারাসত পশু হাসপাতালে নিয়ে যাই চিকিৎসার জন্য।’
আরও পড়ুনঃ বৈশাখীর তান্ডবে করুন অবস্থা বালুরঘাটের
স্থানীয় যুবক সুদীপ্ত দাশ জানান,’ কুকুর আমাদের পাড়া পাহারা দেয়। তাকে কষ্ট পেতে দেব না বলেই এই কাজ।’ বারাসত পশু হাসপাতাল সূত্রের খবর, কুকুরটির কোমরে গুরুতর আঘাত আছে। নিয়মিত সেবা করলে কুকুরটি সুস্থ হয়ে উঠবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584