ইংল্যান্ড ফেরত কলকাতার দুই যাত্রীর শরীরে করোনা, বাড়ছে উদ্বেগ

0
70

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

ব্রিটেনের করোনার নয়া স্ট্রেন এবার কলকাতায় চলে এল বিমান যাত্রী মারফত। তা নিয়ে আতঙ্ক ছড়াল কলকাতায়। সম্প্রতি করোনার যে নয়া চরিত্র নিয়ে জল্পনা তৈরি হয়েছে, তা নিয়ে উৎকণ্ঠা ও উদ্বেগ জাগিয়েছে গোটা ইংল্যান্ডে।

Kolkata Airport | newsfront.co
ফাইল চিত্র

সেই উপসর্গ নিয়েই কি যাত্রীরা এবার ঢুকে পড়লেন খাস কলকাতায়! বিমানবন্দর সূত্রে খবর, গতকাল সকালে কলকাতায় এসে পৌঁছয় খাস ইংল্যান্ডের একটি বিমান। তাতে ২২২ জন যাত্রী ছিলেন। ২৫ জন যাত্রীকে পরীক্ষার পর ২ জন ব্যক্তির রিপোর্ট পজিটিভ আসে।

আক্রান্ত ২ জনই উপসর্গহীন। স্বাস্থ্যমন্ত্রকের প্রোটোকল অনুযায়ী তাঁদের নিউটাউনের কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়েছে। তবে তাঁদের শরীরে করোনার সেই নতুন স্ট্রেনস রয়েছে কিনা পরীক্ষা না করে জানা যাবে না। ওই দুই জনের সংস্পর্শে আসা সমস্ত ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইনে যেতে বলা হয়েছে। পাশাপাশি ওই বিমানের আধিকারিকদেরও কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ করোনার রূপ পরিবর্তন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে বৈঠক ভারতের

রিপোর্ট অনুযায়ী, গত ২৫ অক্টোবর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত ইংল্যান্ড থেকে কলকাতায় আসা ৪টি বিমানে এখনও পর্যন্ত ৬ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এর মধ্যে ২০ ডিসেম্বর কলকাতায় আসা ২২৬ জন যাত্রীর মধ্যে ২৬ জনের পরীক্ষা করা হয়। তারমধ্যে দুজনের পজিটিভ রিপোর্ট আসে।

আরও পড়ুনঃ এশিয়ার মধ্যে প্রথম করোনা ভাইরাস টিকা পাওয়া দেশ সিঙ্গাপুর

জানা গিয়েছে, এই দুইজনের শরীরে করোনা ভাইরাসের নতুন স্ট্রেন রয়েছে কিনা তা জানার জন্য নমুনা পুনেতে পাঠানো হয়েছে। উল্লেখ্য, ২৫ অক্টোবরে ১ জনের, ১৫ নভেম্বর ১ জনের, ৬ ডিসেম্বর ২৪৫ জন যাত্রীর মধ্যে ৫৪ জনের পরীক্ষা হলে ২ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।

অন্যদিকে গত শনিবার চেন্নাই বিমানবন্দরে লন্ডন ফেরত ১ যাত্রীর শরীরে মিলেছে করোনার সংক্রমণ। জানা গিয়েছে লন্ডন থেকে দিল্লি হয়ে চেন্নাইয়ে ফেরেন ওই ব্যক্তি। শনিবার অবতরণের পরই তাঁদের করোনা পরীক্ষা হয়। তখনই রিপোর্ট পজিটিভ আসে। তবে এই করোনা স্ট্রেনের সাথে ব্রিটেনে ছড়িয়ে পড়া নয়া কোভিড স্ট্রেনের মিল আছে কিনা, জানতে নমুনা পাঠানো হয়েছে পুনের পরীক্ষাগারে। আপাতত ওই ব্যক্তিকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here