করোনা নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে ধৃত দুই ব্যক্তি

0
52

সুদীপ পাল, পূর্ব বর্ধমানঃ

করোনা ভাইরাস নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর অভিযোগে দু’জনকে গ্রেফতার করল পুলিশ। কেন্দ্র এবং রাজ্য সরকার করোনা সংক্রান্ত গুজব ছড়ানোয় নিষেধাজ্ঞা জারি করেছে।

arrest | newsfront.co
প্রতীকী চিত্র

তাই এই ধরনের কাজের সাথে যারা যুক্ত থাকবে, তাদের কড়া শাস্তিও হবে বলে ঘোষণা করা হয়েছে। কিন্তু তারপরেও গুজব ছড়ানো চলছে। পূর্ব বর্ধমান জেলা পুলিশ গুজব ছড়ানোর অভিযোগে দুজনকে গ্রেফতার করে।

আরও পড়ুনঃ করোনা নিয়ে বিভ্রান্তি মূলক পোস্ট স্যোশাল মিডিয়ায়, শোকজ সহায়িকাকে

জানা যায়,গলসী থানার পুলিশ ডালিমগরিয়া গ্রাম থেকে সুশোভন ঘোষ নামে এক যুবককে এবং কাঞ্চননগর এলাকার অবনিতোষ সরকার নামে এক শিক্ষককে ফেসবুকে বিভ্রান্তি মূলক পোস্ট করার দায়ে গ্রেফতার করেছে বর্ধমান থানার পুলিশ।

প্রসঙ্গত, এর আগে মেমারি থেকেও এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল। যিনি জনপ্রিয় একটি সংবাদ চ্যানেলের লোগো নকল করে মেমারিতে করোনা আক্রান্ত ব্যক্তির খোঁজ মিলেছে বলে গুজব ছড়িয়ে ছিলেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here