নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ
মহানন্দা ব্যারেজে বেড়াতে এসে নিখোঁজ হয়ে যাওয়া জীবেশ দাসকে অপহরণ করার অভিযোগে দুই বন্ধুকে গ্রেফতার করল ফাঁসিদেওয়া থানার পুলিশ। মঙ্গলবার গভীর রাতে কালিয়াগঞ্জের বাসিন্দা তথা ফুলবাড়ির ট্রান্সপোর্ট ব্যবসায়ী বইজু শর্মা, মাটিগাড়ার বাসিন্দা নীতেশ চৌধুরীকে গ্রেফতার করে।
প্রসঙ্গত চলতি মাসের ২৩শে জানুয়ারি মহানন্দা ব্যারেজে বেড়াতে এসে নিখোঁজ হয়ে যায় জীবেশ দাস। এরপর পরিবারের তরফ থেকে থানায় গোটা বিষয়টি জানায় জীবেশ দাসের পরিবার। এরপর তদন্তে নামে ফাঁসিদেওয়া থানার পুলিশ।
বেশ কয়েকদিন কেটে গেলেও এখনও পর্যন্ত খোঁজ মেলেনি জীবেশের। এরপর পুলিশ জীবেশের দুই বন্ধুকে গ্রেফতার করে পুলিশ। এদিন ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে। অপরদিকে নিখোঁজ হয়ে যাওয়া যুবকের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584