মাথাভাঙ্গায় পথ দুর্ঘটনায় গুরুতর আহত ২

0
23

মনিরুল হক, কোচবিহারঃ

 

অটো রিক্সা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন ২ জন। শুক্রবার মাথাভাঙ্গা ১ নং ব্লকের হাজরাহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় কিছুক্ষনের জন্য যান চলাচল অবরুদ্ধ হয়ে যায় ওই এলাকায়। এদিকে এই ঘটনার খবর পেয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়।

Accident | newsfront.co
আহত। নিজস্ব চিত্র

স্থানীয় সূত্রে জানা গেছে, নন্দ দাস ও কিশোর সাহা দুজনের হাজরাহাট থেকে মাথাভাঙ্গার দিকে ফিরছিলেন। সেইসময় অন্যদিক থেকে আসা একটি অটোর সাথে তাঁদের বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় গুরুতর আহত হয় বাইকে থাকা ওই ২ যুবক। ঘটনায় কিশোরের গলা এবং কপালে গুরুতর আঘাত লাগে। নন্দের  কোমরে আঘাত লাগে বলে জানা গেছে।

আরও পড়ুনঃহঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিডিও

ঘটনায় স্থানীয়রা ওই ২ যুবককে উদ্ধার করে তাঁদের মাথাভাঙ্গা হাসপাতালে নিয়ে আসে। পরে তাঁদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here