মোহনা বিশ্বাস, ওয়েবডেস্কঃ
হাওড়ায় ফের করোনা সংক্রমণ ধরা পড়ল দুজন পুলিশকর্মীর শরীরে। করোনা সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ার কারণে হাওড়া জেলা রেড জোন করে দেওয়া হয়েছে অনেকদিন আগেই। গোটা জেলায় ৭৬টি কনটেইনমেন্ট জোন রয়েছে। এহেন পরিস্থিতিতেই হাওড়ার দুজন পুলিশকর্মীর রিপোর্ট করোনা পজিটিভ এল।

শিবপুর থানার পর সাঁতরাগাছি থানার পুলিশকর্মীদের দেহে মিলল করোনা ভাইরাস। তাঁদের ইতিমধ্যে করোনা হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করা হয়েছে। একই সঙ্গে ওই পুলিশকর্মীদের সংস্পর্শে কারা এসেছেন তা চিহ্নিত করে কোয়ারেন্টাইনে পাঠানো শুরু করেছে প্রশাসন।
আরও পড়ুনঃ করোনা আতঙ্কে বন্ধ রায়গঞ্জ-ফতেপুর রুটের বাস পরিষেবা
সূত্রের খবর, বেশ কয়েকদিন ধরেই জ্বর, কাশির মতো করোনা উপসর্গে ভুগছিলেন তাঁরা। এরপর তাঁদের আইসোলেশনে পাঠিয়ে লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। শনিবার তার রিপোর্ট এলে দেখা যায় দুজনেই করোনা পজিটিভ। গতমাসে শিবপুর থানায় যে ৭জন পুলিশকর্মী করোনা আক্রান্ত হয়েছিলেন তাঁদের মধ্যে তিনজন সুস্থ হয়ে উঠেছেন। এরপরই হাওড়ায় কন্টেইনমেন্ট জোন বাড়িয়ে দেওয়া হয়। এখন প্রশ্ন হল, এই ঘটনার পর সাঁতরাগাছি থানাকে কি কন্টেইনমেন্ট জোনের আওতায় আনা হবে? এখন শুধু সময়ের অপেক্ষা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584