নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
সোমবার সন্ধ্যায় বন্দিদের গোনার সময় দুই বন্দির খোঁজ পাওয়া যায়নি মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে। এঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগার কর্তৃপক্ষ জানান, দমদম কেন্দ্রীয় সংশোধনাগার থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই বন্দি মিঠুন দাস ও মনোজিৎ বিশ্বাসকে মাস দুয়েক আগে পাঠানো হয় এই মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে।
সোমবার সন্ধ্যার সময় বন্দিদের গণনার সময় ওই দুজনের খোঁজ মেলেনি। এরপরই নড়েচড়ে বসেছে মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগার কর্তৃপক্ষ। ওই ঘটনার খবর জানাজানি হওয়ায় মেদিনীপুর শহর জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তাই পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে পুলিশ নাকা চেকিং এর কাজ শুরু করেছে।
আরও পড়ুনঃ কনটেনমেন্ট জোনে থাকা বাজার বন্ধই থাকছে, নির্দেশিকা কেন্দ্রের
তবে কিভাবে ওই দুজন সাজাপ্রাপ্ত বন্দি মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগার থেকে পালিয়ে গেল তা নিয়ে তদন্ত শুরু করেছে জেল কর্তৃপক্ষ। তবে ওই ঘটনা সম্পর্কে জেল কর্তৃপক্ষ বিশেষ কিছুই বলতে চায়নি। যার ফলে মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে এলাকার বাসিন্দারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584