নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
এনআরসি বিরোধী আন্দোলন করতে গিয়ে দুষ্কৃতীদের গুলিতে নিহত দুই। যেখানে গোটা দেশজুড়ে এনআরসি নিয়ে আন্দোলন চলছে সেখানে ডোমকল মহকুমার জলঙ্গী ব্লকের সাহেবনগর এলাকার কিছু বাসিন্দা এনআরসির প্রতিবাদে ধারাবাহিক আন্দোলন চালিয়ে আসছেন বিগত প্রায় দশদিন যাবৎ।
সেই আন্দোলনের ধারাবাহিকতায় আজ আন্দোলনকারীরা ধর্মঘটের ডাক দেয় এবং রাস্তা অবরোধ করে। সকালে পুলিশ গিয়ে অবরোধকারীদের সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এরপর কিছু দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা শুরু করে। বেশ কয়েকটি গুলি ছোঁড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় আনারুল বিশ্বাস ও সালাউদ্দিন শেখ নামক দুজন ব্যক্তির। গুলিতে আহত হন আলাউদ্দিন শেখ ।
আনারুলের ছেলের অভিযোগ, এলাকার টিএমসি নেতা তহিরুউদ্দিন মন্ডলের বিরুদ্ধে। তিনি জানান আন্দোলন চলছিল মসজিদের পাশে সাহেবনগর এলাকায়। ঠিক সেই সময় তহিরুদ্দিন তার কিছু নিয়ে সঙ্গতদের নিয়ে হাতে আগ্নেয়াস্ত্র সহ ৮-১০ টি গাড়ি নিয়ে সেখানে এসে উপস্থিত হয় এবং অশান্তির সৃষ্টি করে এবং আন্দোলন করতে দেবেনা এই রকম কথা বলে এলোপাতাড়ি গুলি ছুঁড়তে থাকে।
আর সেই গুলিতে আহত হন আনারুল শেখ ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সালাউদ্দিন শেখ নামক একটি যুবকও সেই গুলিতে ঘটনাস্থলে মারা যায়। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।
ভয়াবহ এই কাণ্ডে শোকের ছায়া এবং আতঙ্কের সৃষ্টি হয় জলঙ্গি সাহেবনগর এলাকায়। অপরদিকে এই গুলি কান্ড ঘিরে তৃণমূলের গোষ্ঠী কোন্দল বলেও দাবি করছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মোতায়েন আছে বিশাল পুলিশবাহিনী
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584