নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
পর পর দুই গণ্ডারের মৃত্যু। অসুস্থ আরও এক। উল্লেখ্য বুধবার জলদাপাড়া জাতীয় উদ্যানের শিশামারা বিটে দুই স্ত্রী গণ্ডারের মৃত্যু হয়েছে।
এদের মধ্যে একটি গণ্ডার শিশামারা বিট লাগোয়া সিধাবাড়ি গ্রামে দুই মাস বয়সের শাবক নিয়ে ঢুকে পড়েছিল। মায়ের মৃত্যু হলেও ভালো আছে ক্ষুদে গণ্ডার বলে জানিয়েছে জলদাপাড়া জাতীয় উদ্যান কতৃপক্ষ।
এর পর বৃহস্পতিবার শিশামারা বিট লাগোয়া মালঙ্গী ফরেস্ট বিট এলাকায় আরও এক অসুস্থ গণ্ডারের খোজ পাওয়া গেছে। আর এতেই ঘুম উড়ে গেছে জলদাপাড়া জাতীয় উদ্যান কতৃপক্ষের।
যদিও জলদাপাড়া বন্যপ্রান বিভাগের ডিএফও কুমার বিমল বলেন, “ দুই গণ্ডারের মৃত্যুর ঘটনার আমরা তদন্ত করছি। কি কারনে এদের মৃত্যু হল তা ক্ষতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুনঃ ঝুকির যাতায়াত খোসালপুর ব্রিজে, আতঙ্ক
মৃত গণ্ডারদের টিস্যু ও ব্লাড পরীক্ষার জন্য কোলকাতার বেলগাছিয়াতে ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। পরীক্ষার রিপোর্ট হাতে আসার পর আমরা ঠিক কি কারনে এই দুই গণ্ডারের মৃত্যু হয়েছে তা জানতে পারব। তবে উদ্ধার হওয়া শাবক ভালো আছে।”
উল্লেখ্য গোটা পৃথিবীতে জলদাপাড়া জাতীয় উদ্যান এক শৃঙ্গ গণ্ডারের জন্য বিখ্যাত। এমন একটি বনাঞ্চলে পর পর দুই গণ্ডারের মৃত্যুর ঘটনায় বিভিন্ন মহলে তোলপাড় শুরু হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584