নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
হরিদ্বারে আয়োজিত ধর্ম সংসদে মুসলিমদের বিরুদ্ধে উস্কানিমূলক ও বিদ্বেষপূর্ণ বক্তব্য প্রচার করা হয়েছে এই বিষয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন পাটনা হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অঞ্জনা প্রকাশ এবং সাংবাদিক কুরবান আলি। সুপ্রিম কোর্টের নির্দেশে গ্রেপ্তার হন যাতি নরসিংহানন্দ ও জিতেন্দ্র নারায়ণ ত্যাগী। এই জিতেন্দ্র নারায়ণ ত্যাগী আবার আগে পরিচিত ছিলেন ওয়াসিম রিজভি নামে। সম্প্রতি তিনি ধর্মান্তরিত হয়ে হিন্দু হয়েছেন। এই দুজনের গ্রেফতারির বিরুদ্ধে এখন সরব হয়েছে বেশ কিছু হিন্দুত্ববাদী সংগঠন।
এই দুই উগ্র হিন্দুত্ববাদী নেতার গ্রেপ্তারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে এবার আবেদন জানালো দুটি হিন্দুত্ববাদী সংগঠন।। তাদের দাবি বিদ্বেষমূলক বক্তব্যের জন্য গ্রেপ্তার করা হোক মুসলিম নেতাদেরই । ‘হিন্দু সেনা’ নামে একটি হিন্দুত্ববাদী সংগঠন সুপ্রিম কোর্টে যে আবেদন করেছে তাতে বলা হয়েছে যে, ধর্ম সংসদে ধর্মীয় নেতারা যা কিছু বলেছেন তা হিন্দু সংস্কৃতির প্রতি অহিন্দুদের আক্রমণের কারণে, তাই একে ধর্মীয় বিদ্বেষমূলক বক্তব্য বলে অভিহিত করা যায় না।
আরও পড়ুনঃ ক্রিপ্টোকারেন্সিতে ধ্বসের জেরে ১ ট্রিলিয়নের বেশি বিনিয়োগ উধাও, ধ্বসের মুখে এল সালভাদোরের অর্থনীতি
‘হিন্দু ফ্রন্ট ফর জাস্টিস’ নামে আরেকটি সংগঠনের আবেদনে দাবি বলা হয়েছে যে, মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষ মূলক বক্তব্যের মামলাটি যখন শীর্ষ আদালত শুনছে তখন হিন্দুদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্যের বিষয়গুলিকেও এই মামলার অন্তর্ভুক্ত করা হোক। আবেদনে বলা হয়েছে, ‘হিন্দু আধ্যাত্মিক নেতাদের কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে। এবং মামলার আবেদনকারী একজন মুসলিম তাই তিনি হিন্দু ধর্ম সংসদ নিয়ে আপত্তি জানাতে পারেন না।’
আরও পড়ুনঃ কলকাতায় ঠিকা ভাড়াটিয়া ও বস্তিবাসীরা বানাতে পারবেন বাড়ি, নতুন নিয়ম পুরসভার
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584