খড়গপুর, মেদিনীপুর শহরে দুটি ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য

0
61

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

শুক্রবার রাতে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর ও মেদিনীপুর শহরে দুটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। খড়গপুর লোকাল থানার অন্তর্গত মিলিটারি রোডে স্বর্ণ ব্যবসায়ী মদন মোহন মন্ডল যখন দোকান বন্ধ করে বাড়ি যাচ্ছিল, সেই সময় তিন দুষ্কৃতী তার পথ আটকায় এবং কপালে বন্দুক ঠেকিয়ে তার কাছে থাকা ৫০০ গ্রাম সোনা, ৭কেজি রুপো ও নগদ ৪০ হাজার টাকা নিয়ে তাকে মারধর করে চম্পট দেয় বলে অভিযোগ।

man | newsfront.co
মদন মোহন মন্ডল,ক্ষতিগ্রস্ত। নিজস্ব চিত্র

স্বর্ণ ব্যবসায়ী মদন মোহন মন্ডল খড়গপুর লোকাল থানায় গিয়ে শুক্রবার রাতেই অভিযোগ দায়ের করে।অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করেছে ।ওই ঘটনাকে কেন্দ্র করে খড়গপুর শহরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। খড়গপুর লোকাল থানার পুলিশ স্বর্ণ ব্যবসায়ী মদন মোহন মন্ডলকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

house | newsfront.co
নিজস্ব চিত্র

অপরদিকে মেদিনীপুর শহরের অরবিন্দ নগর এলাকায় দুস্কৃতীরা অভিজিৎ সেন নামে বন্ধন ব্যাংকের এক লোন কালেকশন এজেন্টের কপালে বন্দুক ঠেকিয়ে এক লক্ষ ৫৩ হাজার ৮৫০ টাকা এবং মেশিনসহ রেজিস্টার তার কাছ থেকে নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ ।

আরও পড়ুনঃ এই রাজ্যে পুলিশ প্রশাসনের দক্ষতাকে ক্ষয় করছে রাজনৈতিক হস্তক্ষেপ- অধীর

অভিজিৎ সেন মেদিনীপুরের পাথরা এলাকা থেকে বন্ধন ব্যাংকের টাকা কালেকশন করে নিয়ে মেদিনীপুর শহরের ব্যাংকের কাছে যখন প্রায় এসে গিয়েছিল ঠিক সেই সময় ঘটনাটি ঘটে। কোতোয়ালি থানায় অভিজিৎ সেন ছিনতাইয়ের অভিযোগ করেন।

অভিযোগ পাওয়ার পর কোতোয়ালি থানার পুলিশ তদন্ত শুরু করেছে। এর আগেও একবার বন্ধন ব্যাংকের টাকা ছিনতাইয়ের ঘটনা মেদিনীপুর শহরে ঘটেছিল। পরপর দুইবার বন্ধন ব্যাংকের টাকা ছিনতাইয়ের ঘটনায় মেদিনীপুর শহরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here