বেপরোয়া অটোর ধাক্কায় আহত দুই স্কুল পড়ুয়া

0
90

সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ

Two school student injured for auto accident
চিকিৎসাধীন আহত।নিজস্ব চিত্র

বিষ্ণুপুর থানা থেকে ঢিঁল ছোঁড়া দূরত্বে ১১৭ নং জাতীয় সড়কের উপর গৃহশ্রী স্কুলের সামনে বেপরোয়া আটোর ধাক্কায় আহত দুই স্কুল পড়ুয়া।স্থানীয় সূত্রে জানা যায় যে, গঙ্গা ও যমুনা মণ্ডল নামে দুই যমজ বোন স্কুলের সামনে এসে অটো থেকে নামার পর পাশ দিয়ে আর একটি বেপরোয়া ভাবে এসে ধাক্কা মারে দুই স্কুল পড়ুয়াকে।

Two school student injured for auto accident
ঘাতক অটো।নিজস্ব চিত্র
Two school student injured for auto accident
শোকগ্রস্ত পরিজন।নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ বাইকের ধাক্কায় আহত সাইকেল আরোহী

ধাক্কায় গুরুতর আহত দুই স্কুল পড়ুয়াকে উদ্ধার করে আমতলা গ্রামীণ হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।আহত দুই ছাত্রীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের কলকাতায় স্থানান্তরিত করা হয়।

Two school student injured for auto accident
ক্ষুব্ধ স্থানীয়রা।নিজস্ব চিত্র

আহত দুই ছাত্রী বিষ্ণুপুর থানার চণ্ডীরতেঁতুলতলার বাসিন্দা।ঘাতক অটো সহ চালককে গ্রেফতার করেছে বিষ্ণুপুর থানার পুলিশ।এই দুর্ঘটনায় স্থানীয় মানুষ প্রশাসনিক উদাসীনতায় বেপরোয়া অটো চালকের দৌরাত্ম্যে ক্ষুব্ধ হয়ে ওঠে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here