মনিরুল হক, কোচবিহারঃ
করোনাভাইরাস ঠেকাতে এবং সচেতনতা বাড়াতে, সামাজিক দূরত্ব বজায় রাখতে দুটো স্থায়ী বাজারকে অন্যত্র সরিয়ে নিয়েছে মাথাভাঙা মহাকুমার প্রশাসন। প্রশাসনিক এই সিদ্ধান্তকে কার্যকর করতে মাঠে নেমেছে স্থানীয় পৌরসভাও। এখন থেকে মাছ ও মাংসের বাজার বসেছে পুরনো আউটডোর মাঠে। সবজি বাজার বসেছে মাথাভাঙ্গা মেলার মাঠে।
ক্রেতা বিক্রেতারা বলেন, করোনা ঠেকাতে প্রশাসন যে ভূমিকা গ্রহণ করেছে তা সত্যিই প্রশংসনীয়। সামাজিক দূরত্ব বজায় রাখতে আমরাও চাইছি। ক্রেতা-বিক্রেতা সবাই মিলে সচেতন হয়ে এই সমস্যা দূর করতে এগিয়ে আসুক সকলে, বলে মন্তব্য করেন ব্যবসায়ীরা।
শুক্রবার সকালে মহকুমা শাসক জিতিন যাদব, পৌরসভার চেয়ারম্যান লক্ষপতি প্রামাণিক সহ পুলিশ প্রশাসন এবং একাধিক প্রশাসনের কর্তারা দুটো বাজার পরিদর্শন করেন। যাতে নতুন এই বাজার দুটিতে কোনো সমস্যা না হয় তার জন্য দেখভালের দায়িত্ব তারা নিয়েছেন।
আরও পড়ুনঃ উত্তর দিনাজপুরে লকডাউনে খাবারের যোগান দিতে উদ্যোগ একাধিক সংস্থার
তবে খুব সুন্দর ভাবে সকাল বেলা থেকেই সবাই মাক্স পড়ে হাতে হ্যান্ড স্যানিটাইজার লাগিয়ে ব্যবসা-বাণিজ্য করছেন, ক্রয়-বিক্রয় করছেন। ক্রেতা এবং বিক্রেতা উভয়ই খুশি এই দুটো বাজার পৃথক স্থানে বসায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584