সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ
পুলিশ ও বনদফতরের যৌথ অভিযানে হরিনের ২টি চামড়া সহ ২ জন পাচারকারীকে গ্রেফতার করলো সুন্দরবন পুলিশ জেলা।
পুলিশ সূত্রে জানা যায়, এদিন গোপন সূত্রে হরিণের চামড়ার পাচারের খবর জানতে পারে পুলিশ। এরপর বনদফতরের কর্মীদের নিয়ে লক্ষীকান্তপুরের একটি আবাসিক হোটেলে ক্রেতা সেজে হানা দেয় মন্দির বাজার থানার ওসি সঞ্জয় দে।
আরও পড়ুনঃ গাজলে আদিবাসী রীতি মেনে গণ বিবাহে উপস্থিত মুখ্যমন্ত্রী
এমনকি নকল টাকা দিয়ে হরিণের চামড়া কেনার ছক কষে পুলিশ। পুলিশের পাতা ফাঁদে ধরা পড়ে দুই পাচারকারী বরুন কর্মকার ও স্নেহাশিস হালদার নামের দুই ব্যক্তি। ধৃতরা মন্দিরবাজার থানা এলাকার গাব বেড়িয়ার বাসিন্দা বলে জানা যায়।
অবশ্য এই ঘটনার পেছনে কোন আন্তর্জাতিক পাচার চক্র জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। উদ্ধার হওয়া হরিণের চামড়ার বাজার মূল্য প্রায় কোটি টাকা এমনটাই পুলিশের দাবি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584