নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
লকডাউনের মধ্যে ফের মাদক উদ্ধার মালদহে। এবার তরমুজের আড়ালে ব্রাউন সুগার পাচারের চেষ্টা করছিল দুস্কৃতিরা। তবে পুলিশের জালে ধরা পড়ল দুজন।
উদ্ধার হয়েছে প্রায় ৫০০ গ্রাম ব্রাউন সুগার। বৃহস্পতিবার গভীর রাতে কালিয়াচকে ৩৪ নম্বর জাতীয় সড়ক থেকে দুজনকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুনঃ করোনা রুখতে পৃথিবীতে নিকোটিন মুক্ত করার দাবি ফ্রান্সের গবেষণায়
ধৃতরা দার্জিলিং জেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। গত রাতেই ওই দুজন একটি লরিতে করে তরমুজ নিয়ে কালিয়াচকে আসে। রাতেই লরি থেকে তরমুজ নামিয়ে শিলিগুড়ি ফিরছিল।
সেই সময় ৩৪ নম্বর জাতীয় সড়কে নাকা চেকিংয়ের সময় লরিটিকে আটকে দেয় কালিয়াচক থানার পুলিশ। লরিতে তল্লাশি চালিয়ে এক প্যাকেট ব্রাউন সুগার উদ্ধার করা হয়। ব্রাউন সুগারের আনুমানিক বাজার মূল্য ৫০ লক্ষ টাকা। বুধবার বিকেলে ব্রাউন সুগার সহ দুজনকে গ্রেফতার করে ইংরেজবাজার থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584