নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
ফের মাদক চক্রের হদিশ মিললো মালদহে। প্রায় ১০ লক্ষ টাকার ব্রাউন সুগার সহ দুই পাচারকারীকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ। ইংরেজবাজার থানার মধুঘাট এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়ক থেকে দুজনকে গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ৫৩০ গ্রাম ব্রাউন সুগার। সোমবার ধৃতদের মালদহ জেলা আদালতে পেশ করা হয়।

গোপন সূত্রে খবর পেয়ে রবিবার গভীর রাতে ইংরেজবাজার থানার পুলিশ হানা দেয় মধুঘাট এলাকায়। সেখানে ৩৪ নম্বর জাতীয় সড়কে তল্লাশি করে সন্দেহভাজন দুই বাইক আরোহীকে আটক করে। তাদের কাছ থেকে উদ্ধার হয় পাঁচ প্যাকেট ব্রাউন সুগার।
আরও পড়ুনঃ চোপড়াতে অজ্ঞাত পরিচয় যুবকের দেহ উদ্ধার
গ্রেফতার করা হয় দুজনকেই। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হল পীযূষ মণ্ডল ও প্রেম কুমার মণ্ডল। পীযূষের বাড়ি মুর্শিদাবাদের ফরাক্কায় এবং প্রেম মালদহের বৈষ্ণবনগরের বাসিন্দা। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৫৩০ গ্রাম ব্রাউন সুগার। আন্তর্জাতিক বাজারে যার আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584