ঘোষপুকুরে উদ্ধার পঞ্চাশ লক্ষ টাকার বর্মাটিক কাঠ, গ্রেফতার দুই পাচারকারী

0
76

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ

মঙ্গলবার গভীর রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে ঘোষপুকুর সংলগ্ন এলাকায় অভিযান চালায় ঘোষপুকুর বনবিভাগের কর্মীরা। এরপর সেখানে একটি ছোট গাড়ি আটক করে।

two smugglers arrested with illegal wood in ghoshpukur | newsfront.co
চোরাই বর্মাটিক কাঠ। নিজস্ব।চিত্র

তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রচুর কাঠ। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করে বনকর্মীরা। ধৃতদের নাম দিনেশ কুমার (৩৫) ও রাকেশ কুমার (৩৬)। এরা যথাক্রমে উত্তরপ্রদেশ ও বিহারের বাসিন্দা।

বনদফতর সূত্রে জানা গিয়েছে যে আসাম থেকে শুয়োরের গাড়িতে করে চোরাই বর্মাটিক কাঠ এবং কাঠের তৈরি আসবাবপত্র ডিমাপুর থেকে বিহারে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় অভিযুক্তদের ঘোষপুকুর-খড়িবাড়ি রাস্তা থেকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুনঃ অনাস্থা পরবর্তী নতুন বোর্ডের বিরুদ্ধে কাটমানির অভিযোগ ডোমকল পুরসভায়

ধৃতদের কাছ থেকে একাধিক মোবাইল ও অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে। পাশাপাশি কাঠ বোঝাই লরিটিকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া কাঠের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকারও বেশি। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here