নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:
রয়্যাল বেঙ্গল টাইগারের চামড়া পাচার করতে গিয়ে ধরা পড়ল দুই পাচারকারী। পুলিশ সুত্রে জানা গিয়েছে, পাচারকারীর দুজনেই ভুটানের বাসিন্দা।
জলপাইগুড়ির বেলাকোবা রেঞ্জের স্পেশাল টাস্ক ফোর্স গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় বাঘের চামড়া পাচারকারীদের পিছনে। পাকড়াও করে পাচারকারীদের।
এরপর মঙ্গলবার সন্ধ্যায় আলিপুরদুয়ারের হাসিমারা এলাকা থেকে সেই পাচারকারীদের গ্রেফতার করে বেলাকোবা বনদফতর রেঞ্জের কর্মীরা। সুত্রের খবর অনুযায়ী, এই দুই পাচারকারী আন্তর্জাতিক পশু চামড়া পাচার চক্রের সাথে যুক্ত।
আরও পড়ুনঃ বালি পাচারকারীদের হাতে আক্রান্ত বিডিও
উদ্ধার হওয়া রয়্যাল বেঙ্গল টাইগারের চামড়া ও হাড় সহ দুই পাচারকারী এখন পুলিশি হেফাজতে আছে। বেলাকোবার রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত জানান, পাচারচক্র সংক্রান্ত আরও তথ্য যাতে বেরিয়ে আসে সেজন্য ধৃতদের জিজ্ঞাসাবাদ করার কাজ জারি রয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584