নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
দক্ষিণ দিনাজপুর থেকে কলকাতা পাচারের সময় মালদহে ৬০০ গ্রাম সাপের বিষ সহ ধরা পড়েছে দু’জন। শনিবার তাদের মালদহ আদালতে তুললে বিচারক ধৃতদের জামিন নাকচ করে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। ঘটনাটি ঘটেছে বামনগোলা থানা এলাকায়।
ধৃতরা দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা। তাদের কাছ থেকে ৬০০ গ্রাম সাপের বিষ বোঝাই একটি জার উদ্ধার করা হয়েছে। লকডাউনের পর থেকেই জেলায় সক্রিয় হয়ে উঠেছে পাচারচক্র। মাদক পাচার করতে গিয়ে একাধিকবার পুলিশের জালে ধরা পড়েছে পাচারকারীরা।
এবার সাপের বিষ সহ দুই পাচারকারীকে গ্রেফতার করলো বামনগোলা থানার পুলিশ। সি আই ডি ইউনিটের মালদহ শাখা তথ্যের ভিত্তিতে শুক্রবার বামনগোলা-পাকুয়াহাট রোডের পেট্রল পাম্প এলাকায় একটি ছোটো গাড়ি আটক করে পুলিশ। গাড়ির মধ্যে তল্লাশি চালিয়ে একটি ক্রিস্টালের জার থেকে সাপের বিষ উদ্ধার করা হয়।
আরও পড়ুনঃ বিষ্ণুপুরে রাজ পরিবারের সদস্যের গুলিবিদ্ধ দেহ উদ্ধার
ঘটনায় কালাম ওরফে আলম মিয়াঁ ও মসফিক আলম নামে দু’জনকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুরে দীর্ঘদিন ধরে এই সাপের বিষের কারবার চলছে। এর আগে শিলিগুড়ি ও মালদহে এই চক্রের সঙ্গে যুক্ত কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। এই বিষ ফ্রান্সে তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584