মুখ্যমন্ত্রীর জনসভায় যোগ দিতে যাওয়ার পথে দুর্ঘটনা,মৃত ১

0
49

শ্যামল রায়,পূর্বস্থলীঃ



Death of tmc worker at road accident
নিজস্ব চিত্র

সোমবার পূর্বস্থলী থানার অন্তর্গত জামালপুরে মুখ্যমন্ত্রীর নির্বাচনী জনসভায় যোগ দিতে যাওয়ার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক তৃণমূল কর্মীর। মৃত তৃণমূল কর্মীর নাম গনেশ ঘোষ (৬০)। বাড়ি দাস্তি পাড়ায়।এছাড়াও মারাত্মকভাবে জখম হয়েছেন আরও ৩১ জন।এর মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক তাদের কলকাতায় স্থানান্তরিত করেছে চিকিৎসকরা।জখমদের ভর্তি করা হয়েছে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে।

Death of tmc worker at road accident
আহতদের দেখতে হাসপাতালে উপস্থিত স্থানীয় তৃণমূল নেতারা। নিজস্ব চিত্র

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে ট্রাক্টরের করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় যোগ দিতে যাওয়ার সময় ট্রাক্টর উল্টে গিয়ে এই মারাত্মক দুর্ঘটনাটি ঘটেছে দাস্তিপাড়া মোড়ে।সোমবার দুপুরে তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা ছিল জামালপুরে।

আরও পড়ুনঃ পথদুর্ঘটনায় দুই তৃণমূল কর্মীর মৃত্যু,বাতিল মানসের মিছিল

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান তৃণমূলের নেতা নেত্রীরা।পূর্বস্থলী এক নম্বর ব্লকের তৃণমূল সভাপতি নবকুমার কর ঘটনাস্থলে পৌঁছে আহতদের প্রতাপনগর হাসপাতালে এনে তাদের চিকিৎসার সমস্ত কিছু তদারকি করছেন বলে জানা গিয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here