নিউজফ্রন্ট, ওয়েব ডেস্কঃ
আজ সকাল থেকেই ইসলামাবাদে ভারতীয় দূতাবাসের দুই কর্মী নিখোঁজ। সূত্রের খবর, সরকারি কাজেই আজ সকালে বেরিয়েছিলেন ওই দুই কর্মী। কিন্তু বেশ কিছুটা সময় পেরিয়ে গেলেও তাঁরা গন্তব্যে না পৌঁছানোয় শুরু হয় খোঁজ। কিন্তু এখনও পর্যন্ত তাঁদের হদিশ মেলেনি।
বিষয়টি পাক সরকারকে দূতাবাসের তরফে যেমন জানানো হয়েছে, তেমনই তা জানিয়েছে নয়াদিল্লিও। ক’দিন আগেই নয়াদিল্লিতে পাকিস্তানি দূতাবাসে কর্মরত দুই অফিসারকে চর অভিযোগে আটক করে ভারত।
আরও পড়ুনঃ পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি করোনা আক্রান্ত
ঘরোয়া ভাবে গোয়েন্দারা জানিয়েছেন, আইএসআইয়ের হয়ে এ দেশে চরবৃত্তি করছিলেন ওই দুই অফিসার। তাঁদের পাকিস্তানে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে সাউথ ব্লক। কিন্তু সে ঘটনার পর থেকেই ইসলামাবাদে ভারতীয় দূতাবাসে নিযুক্ত এ দেশের কূটনীতিক, অফিসার, কর্মীদের উপর পাক নজরদারি বাড়ানো হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584