নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
গঙ্গায় স্নান করতে গিয়ে নদীগর্ভে তলিয়ে যাওয়ার প্রায় দু’দিন পর নদীতে ভেসে উঠল মুর্শিদাবাদের সামসেরগঞ্জের দুই পড়ুয়ার দেহ। একজনের দেহ নিমতিতার দুর্গাপুর গঙ্গাঘাটে মিললেও অপর পড়ুয়া খাতিজা সুলতানার দেহ মেলে বাংলাদেশ সীমান্ত লাগোয়া পদ্মায়।
ফলে দেহ উদ্ধার নিয়ে জটিলতার সৃষ্টি হয়। যদিও সোমবার সকাল থেকেই সামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলামের তদারকি এবং ওসি অমিত ভকত ও বিএসএফ কর্মকর্তাদের বিশেষ তৎপরতায় বিকেল নাগাদ দেহ হস্তান্তর করে বিজিবি। মূলত জিরো পয়েন্টে এই হস্তান্তর পর্ব অনুষ্ঠিত হয়।উল্লেখ্য, শনিবার সকালে সামসেরগঞ্জের লোহরপুর ঘাটে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে যায় মুর্শিদাবাদের সামসেরগঞ্জের ছাত্রী বছর সাতেকের ইয়াসিন মোমিন, বছর আটেকের রওশন শেখ, আট বছরের সাকিবুল ইসলাম, ন’বছরের খাতিজা সুলতানা ও বছর সতেরো’র কায়েমা খাতুন।
স্নান সেরে ঘাটে ওঠার সময় কায়েমা দেখে বাকি চারজন তলিয়ে যাচ্ছে। তাদের উদ্ধার করতে গিয়ে স্রোতে তলিয়ে যায় ওই নাবালিকাও। এরপর স্থানীয়দের নজরে বিষয়টি পড়তে তারাই শুরু করে উদ্ধারকাজ। খবর দেওয়া হয় পুলিশে। দীর্ঘক্ষণের চেষ্টায় সেদিনই ৩ জনকে উদ্ধার করা সম্ভব হয়। যদিও হদিশ মেলেনি সাকিবুল ও খাতিজার। তারপরেই শুরু হয় তল্লাশি। কৃষ্ণনগর থেকে নিয়ে আসা হয় ডুবুরিও।
আরও পড়ুনঃ বালুরঘাটে স্বাস্থ্য-বিধি উড়িয়ে দলবদলের অনুষ্ঠান, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
কিন্তু তাতেও না মেলায় অবশেষে সোমবার সকালে বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে দুর্গাপুর গঙ্গা ঘাটে ভেসে ওঠে সাকিবুলের দেহ। ঠিক কিছুক্ষণ পর বাংলাদেশ সীমান্তে পদ্মায় ভেসে ওঠে খাতিজাও। বিষয়টি নিয়ে বিএসএফ কর্তাদের কাছে খবর আসে। যদিও দেহ মৃতের গ্রামে ফেরানো নিয়ে সমস্যা দেখা দেয়।
আরও পড়ুনঃ এসবিআই এটিএম’এ ধর্মঘট পালন করল নিরাপত্তা রক্ষীরা
তারপরেই তদারকি শুরু করেন সামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম সহ স্থানীয় দুই অঞ্চলের প্ৰধানরা।৭৮ নম্বর ব্যাটালিয়নের জওয়ানদের সঙ্গে কথা বলেন তারা। ছুটে আসেন সামসেরগঞ্জের ওসি অমিত ভকত। তিনি বিএসএফ কর্তাদের সাথে আলোচনা করে ও তাদের সঙ্গে বোটে জিরো পয়েন্টে যান।
কথা হয় বিজিবি কর্তৃপক্ষ ও বিএসএফের উচ্চ পদস্থ অফিসারদের মধ্যে। অবশেষে বিকেল নাগাদ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। পুলিশ দেহ ময়নাতদন্তে পাঠায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584